- Mon Nov 30, 2020 11:33 am#4595
এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট ২০০৫
১.APTA চুক্তির পূর্ব নাম কী?
-ব্যাংকক এগ্রিমেন্ট।
২.ব্যাংকক এগ্রিমেন্ট কবে কোথায় স্বাক্ষরিত হয়?
-৩১ জুলাই ১৯৭৫ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
৩.ব্যাংকক এগ্রিমেন্ট চুক্তির সংশোধিত ভার্সন APTA কবে স্বাক্ষরিত হয়?
-২ নভেম্বর ২০০৫ সালে।
৪. APTA ভুক্ত দেশ কী কী?
-বাংলাদেশ, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও মঙ্গোলিয়া।
গুচ্ছবোমা নিষিদ্ধকরণ চুক্তি ২০০৮
১.গুচ্ছবোমা নিষিদ্ধকরণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-৩ ডিসেম্বর ২০০৮ সালে।
২.গুচ্ছবোমা নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয়?
-১ আগস্ট ২০১০ সালে।
বাণিজ্য সহজীকরণ চুক্তি ২০১৩
১.IFA-এর পূর্ণরূপ কী?
-Tread Facilitation Agreement.
২.বাণিজ্য সহজীকরণ চুক্তি গৃহীত হয় কবে?
-ডিসেম্বর ২০১৩ সালে।
৩. IFA-এর অনুসমর্থনের জন্য উন্মোক্ত হয় কবে?
-২৭ নভেম্বর ২০১৪ সালে।
৪. IFA প্রথম অনুমোদন করে কোন দেশে?
-হংকং।
৫.বাংলাদেশ IFA-কে অনুমোদন করে কবে?
-২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে।
৬. IFA-কার্যকর হং কবে?
-২২ ফেব্রুয়ারি ২০১৭ সালে।
অস্ত্র বাণিজ্য চুক্তি ২০১৩
১.ATT-এর পূর্নরূপ কী?
-Arms Trade Treaty.
২. ATT স্বাক্ষরের জন্য উন্মোক্ত করা হয় কবে?
-৩ জুন ২০১৩ সালে।
৩.অস্ত্র বাণিজ্য চুক্তি কার্যকর হয় কবে?
-২৪ ডিসেম্বর ২০১৪ সালে।
৪.বাংলাদেশ ATT স্বাক্ষর করে কবে?
-২৬ সেপ্টেম্বর ২০১৩।
৫.বিশ্বে প্রচলিত অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে জাতিসংঘ সাধারণ পরিষদ ATT অনুমোদন করে কবে?
-২ এপ্রিল ২০১৩।
১.APTA চুক্তির পূর্ব নাম কী?
-ব্যাংকক এগ্রিমেন্ট।
২.ব্যাংকক এগ্রিমেন্ট কবে কোথায় স্বাক্ষরিত হয়?
-৩১ জুলাই ১৯৭৫ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
৩.ব্যাংকক এগ্রিমেন্ট চুক্তির সংশোধিত ভার্সন APTA কবে স্বাক্ষরিত হয়?
-২ নভেম্বর ২০০৫ সালে।
৪. APTA ভুক্ত দেশ কী কী?
-বাংলাদেশ, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, শ্রীলংকা ও মঙ্গোলিয়া।
গুচ্ছবোমা নিষিদ্ধকরণ চুক্তি ২০০৮
১.গুচ্ছবোমা নিষিদ্ধকরণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-৩ ডিসেম্বর ২০০৮ সালে।
২.গুচ্ছবোমা নিষিদ্ধকরণ চুক্তি কার্যকর হয়?
-১ আগস্ট ২০১০ সালে।
বাণিজ্য সহজীকরণ চুক্তি ২০১৩
১.IFA-এর পূর্ণরূপ কী?
-Tread Facilitation Agreement.
২.বাণিজ্য সহজীকরণ চুক্তি গৃহীত হয় কবে?
-ডিসেম্বর ২০১৩ সালে।
৩. IFA-এর অনুসমর্থনের জন্য উন্মোক্ত হয় কবে?
-২৭ নভেম্বর ২০১৪ সালে।
৪. IFA প্রথম অনুমোদন করে কোন দেশে?
-হংকং।
৫.বাংলাদেশ IFA-কে অনুমোদন করে কবে?
-২৭ সেপ্টেম্বর ২০১৬ সালে।
৬. IFA-কার্যকর হং কবে?
-২২ ফেব্রুয়ারি ২০১৭ সালে।
অস্ত্র বাণিজ্য চুক্তি ২০১৩
১.ATT-এর পূর্নরূপ কী?
-Arms Trade Treaty.
২. ATT স্বাক্ষরের জন্য উন্মোক্ত করা হয় কবে?
-৩ জুন ২০১৩ সালে।
৩.অস্ত্র বাণিজ্য চুক্তি কার্যকর হয় কবে?
-২৪ ডিসেম্বর ২০১৪ সালে।
৪.বাংলাদেশ ATT স্বাক্ষর করে কবে?
-২৬ সেপ্টেম্বর ২০১৩।
৫.বিশ্বে প্রচলিত অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে জাতিসংঘ সাধারণ পরিষদ ATT অনুমোদন করে কবে?
-২ এপ্রিল ২০১৩।