Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4587
১.রাশিয়ার প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ পদত্যাগ করেন কবে?
-২৫ ডিসেম্বর ১৯৯১ সালে।
২.রাশিয়ার সর্বশেষ রাজা দ্বিতীয় নিকোলাস জারের রাজবংশ কোনটি?
-রোমানভ।
৩.চেরনো বিল বিদ্যুৎকেন্দ্র আনবিক দূর্ঘটনা ঘটে কবে?
-২৯ এপ্রিল ১৯৮৬ সালে।
৪.পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতির প্রবর্তক কে?
-জোসেফ স্ট্যালিন।
৫.সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে কয়টি রাষ্ট্র গঠিত হয়?
-১৫টি।
৬.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন?
-স্ট্যালিন।
৭.রাশিয়ার রাষ্ট্রধর্ম কয়টি?
-৪টি।
৮.রাশিয়ার ফেডারেশন প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট কে?
-বরিস ইয়েলৎসিন।
৯.রাশিয়া সকল ধর্মকে সংসদে স্বীকৃতি দেয় কবে?
-১৯৯৭ সালে।
১০.১৯৩৯ সালে মলোটভ রিবেন থ্রোপ নামক চুক্তিতে স্বাক্ষর করেন কে?
-স্ট্যালিন ও মুসোলিনি।
১১.দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে?
-রাশিয়াকে।
১২.দাঁড়ির ওপর কর বসানো রাশিয়ান শাসক কে?
-পিটার দি গ্রেট।
১৩.রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?
-ক্রেমলিন।
১৪.গ্লাসনস্ত কী?
-খোলামেলা গর্বাচেভ।
১৫.পেরেস্ত্রাইকা কী?
-সংস্কারমূলক বা উন্নয়নমূলক আলোচনা।

স্পেন
১.স্পেন কোন সময়কাল পর্যন্ত ফ্রান্সের দখলে ছিল?
-২ মে ১৮০৮-১৭ এপ্রিল ১৮১৪।
২.স্পেনের প্রথম প্রজাতন্ত্রের সময়কাল –
-১২ ফেব্রুয়ারি ১৮৭৩-৩০ ডিসেম্বর ১৮৭৪ সালে।
৩.স্পেনের শেষ প্রেসিডেন্ট কে?
-ম্যানুয়েল আজানা।
৪.স্পেনে কার নেতৃত্বে একনায়কতন্ত্র ছিল?
-ফ্রান্সিসকো।
৫.আরবরা স্পেনকে কি নামে অভিহিত করত?
-আরবেরীয় উপদ্বীপ।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2430 Views
    by rafique
    0 Replies 
    1931 Views
    by masum
    0 Replies 
    1293 Views
    by shanta
    0 Replies 
    1965 Views
    by rana
    0 Replies 
    1136 Views
    by sajib

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]