Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4586
সক্রেটিস
১.সক্রেটিস কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
-খ্রিষ্টপূর্ব ৪৬৯, এথন্সে, গ্রিস।
২.সক্রেটিস কবে মৃত্যুবরণ করেন?
-খ্রিস্টপূর্ব ৩৯৯।
৩.জ্ঞানের পিতা বলা হয় কাকে?
-সক্রেটিসকে।
৪.সদগুনই জ্ঞান তত্ত্বের প্রবক্তা কে?
-সক্রেটিস।
৫.নিজের জান উক্তিটি কার?
-সক্রেটিস।

প্লেটো
১.প্লেটো কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
-খ্রিস্টপূর্ব ৪২৭, এথেন্স, গ্রিস।
২.প্লেটো কবে মৃত্যুবরণ করেন?
-খ্রিস্টপূর্ব ৩৪৭।
৩.প্লেটো কার ছাত্র ছিলেন?
-সক্রেটিস।
৪.প্লেটোর গৃহশিক্ষক কে ছিলেন?
-সক্রেটিস।
৫.তার উল্লেখযোগ্য গ্রন্থ কী কী?
-দি রিপাবলিক, স্টেটসম্যান ও ডায়ালগস।

এরিস্টটল
১.এরিস্টটল কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
-খ্রিস্টপূর্ব ৩৮৪, স্ট্যাগিরা, গ্রিস।
২.শক্তি নয়, ইচ্ছাই রাষ্ট্রের ভিত্তি এটি কার উক্তি?
-এরিস্টটল।
৩.এরিস্টটল কবে মৃত্যুবরণ করেন?
-খ্রিস্টপূর্ব ৩২২ অব্দে।
৪.ইতিহাস হচ্ছে অভিজাত শ্রেণির সমাধিক্ষেত্র-উক্তিটি কার?
-এরিস্টটল।
৫.এরিস্টটলের গৃহশিক্ষক কে ছিলেন?
-প্লেটো।
৬.বিখ্যাত স্কুল অব ফিলোসফি সায়েন্সের প্রতিষ্ঠাতা কে?
-এরিস্টটল।
৭.এরিস্টটল কোন শিক্ষা কেন্দ্রটি স্থাপন করেন?
-লাইসিয়াম।
৮.আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন?
-এরিস্টটল।

ভলতেয়ার
১.ভেলতেয়ার কবে জন্মগ্রহণ করেন?
-২১ নভেম্বর ১৬৯৪ সালে।
২.ভলতেয়ার কবে মৃত্যুবরণ করেন?
-৩০ মে ১৭৭৮ সালে।
৩.তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থ কী কী?
-এসজ অন মোরালস, স্পিরিট অব নেশনস।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]