Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4567
নরওয়ে
১.নরওয়ে শব্দের অর্থ কী?
-উত্তরের পথ।
২.নরওয়ের রাজধানী ক্রিস্টিনিয়ার নাম পরিবর্তন করে কবে ‘অসলো’ নামকরণ করা হয়?
-১ জানুয়ারি ১৯২৫ সালে।
৩.কোন দেশকে ধীরব দেশ বলা হয়?
-নরওয়েকে।
৪.অসলো এর পূর্ব নাম কী?
-খ্রিস্টিনা।
৫.নরওয়ের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
-গ্রো হারলেম ব্রান্ডেটল্যান্ড।
৬.ডেনমার্ক নরওয়ে সংযুক্ত রাষ্ট্র গঠন করে কবে?
-১৫২৪ সালে।
৭.সুইডেন ও নরওয়ে কবে পারসোনাল ইউনিয়ন গঠন করে?
-৪ নভেম্বর ১৮১৪ সালে।
৮.নরওয়ে কবে পার্সোনাল ইউনিয়ন ভেঙে স্বাধীনতা ঘোষণা করে?
-৭ জুন ১৯০৫।

পোল্যান্ড
১.পোল্যান্ড কমিউনিস্ট শাসন শুরু হয় কবে?
-৮ এপ্রিল ১৯৪৫ সালে।
২.পোল্যান্ডে কোন সালে কমিউনিস্ট শাসনের অবসান ঘটে?
-১৩ সেপ্টেম্বর ১৯৮৯ সালে।
৩.জার্মানি পোল্যান্ড আক্রমণ করে কবে?
-১ সেপ্টেম্বর ১৯৩৯ সালে।
৪.কিংডম অব পোল্যান্ড এর সময়কাল –
-১০২৫-১৩৮৫ সাল।
৫.পোল্যান্ড-লিথুনিয়া কমনওয়েলথ গটিত হয় কবে?
-১ জুলাই ১৫৬৯ সালে।
৬.পোল্যান্ড লিথুনিয়া কমনওয়েলথ বিলুপ্ত হয় কবে?
-৭ জানুয়ারি ১৭৯৫ সালে।
৭.পোল্যান্ড এর পূর্ব নাম কী?
-পোলাস্কা।
৮.দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পোল্যান্ড কার অধীনে ছিল?
-জার্মানির।

রাশিয়া
১.আয়তনে বিশ্বের সর্ববৃহৎ দেশ কোনটি?
-রাশিয়া।
২.ভৌগোলিকভাবে রাশিয়া কোন কোন মহাদেশ জুড়ে অবস্থিত?
-এশিয়া ও ইউরোপ।
৩.রাশিয়ার সীমান্তবর্তী দেশ কয়টি?
-১৪টি।
৪.বলশেভিক ও মনশেভিক দ্বিধাবিভক্ত হয় কবে?
-১৭ নভেম্বর ১৯০৩ সালে।
৫.বলকান যুদ্ধের অবসান হয় কখন?
-৩০ মে ১৯১৩ সালে।
৬.লেনিন ’এপ্রিল থিসিস’ পেশ করে কবে?
-১৭ এপ্রিল ১৯১৭।
৭.রুশ বিপ্লবের নেতৃত্ব দেন কে?
-লেনিন।
৮.সাড়া জাগানো রুশ বিপ্লবের মেয়াদকাল কত দিন ছিল?
-১০দিন।
৯.লেনিন মৃত্যুবরণ করেন কবে?
-২২ জানুয়ারি ১৯২৪ ।
১০.পেট্রোগ্রাদকে লেনিনগ্রাদে নামকরণ করা হয় কবে?
-২৬ জানুয়ারি ১৯২৫ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    580 Views
    by rafique
    0 Replies 
    399 Views
    by masum
    0 Replies 
    412 Views
    by shanta
    0 Replies 
    510 Views
    by rana
    0 Replies 
    490 Views
    by sajib

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]