- Sat Nov 28, 2020 9:56 am#4548
আয়ারল্যান্ড
১.কোন দেশকে ‘পান্নার দ্বীপ’ বলা হয়?
-আয়ারল্যান্ড।
২.আয়ারল্যান্ডকে ‘The Emerald Isle’ বলা হয় কেন?
-অনুপম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য।
৩.আয়ারল্যান্ডের শান্তির জন্য ঐতিহাসিক ‘গুড ফ্রাইডে’ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-১০ এপ্রিল ১৯৯৮ সালে।
৪.আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট এর মেয়াদকাল কত?
-সাত বছর।
ইতালি
১.রাজতন্ত্র বিলুপ্ত হয় কবে?
-১২ জুন ১৯৪৬ সালে।
২.সর্বশেষ রাজা কে?
-দ্বিতীয় উমবার্তো।
৩.কোন দেশকে ‘ল্যান্ড অব মার্বেল’ বলা হয়?
-ইতালিকে।
৪.রোমের অভ্যন্তরে অবস্থিত স্বাধীন দেশটির নাম কী?
-ভ্যাটিকান সিটি।
৫.ফ্যাসিজম-এর প্রবর্তক কে ছিলেন?
-বেনিটো মুসোলিনি (ইতালি)।
৬.রোম নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা কি নামে পরিচিত?
-রোমান সভ্যতা।
৭.প্রাচীন রোম ছিল কি নির্ভর?
-কৃষিনির্ভর।
৮.সাত পাহাড়ের শহর বলা হয় কোন শহরকে?
-রোম।
৯.রোম নগরী প্রতিষ্ঠিত হয় কখন?
-খ্রিস্টপূর্ব ৭৫৩ অব্দে।
১০.রোম নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা কি নামে পরিচিত?
-রোমান সভ্যতা।
১১.কে রোম নগরীর প্রতিষ্ঠা করেন?
-রাজা রোমিউলাস।
১২.রোম কার নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে?
-রাজা রোমিউলাস।
১৩.রোমে কোন পর্যন্ত ছিল রাজতন্ত্রের যুগ?
-খ্রি.পূর্ব ৭৫৩-৫১০ অব্দ।
১৪.রাজতন্ত্র যুগের সর্বশেষ সম্রাট কে ছিলেন?
-টারকিউরিয়াস সুপারকাস।
১৫.রোম সম্রাজ্যের প্রথম সম্রাট কে?
-অগাস্টাস সিজার।
১৬.ভার্জিলের মহাকাব্যের নাম কী?
-ইনিড।
১.কোন দেশকে ‘পান্নার দ্বীপ’ বলা হয়?
-আয়ারল্যান্ড।
২.আয়ারল্যান্ডকে ‘The Emerald Isle’ বলা হয় কেন?
-অনুপম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য।
৩.আয়ারল্যান্ডের শান্তির জন্য ঐতিহাসিক ‘গুড ফ্রাইডে’ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
-১০ এপ্রিল ১৯৯৮ সালে।
৪.আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট এর মেয়াদকাল কত?
-সাত বছর।
ইতালি
১.রাজতন্ত্র বিলুপ্ত হয় কবে?
-১২ জুন ১৯৪৬ সালে।
২.সর্বশেষ রাজা কে?
-দ্বিতীয় উমবার্তো।
৩.কোন দেশকে ‘ল্যান্ড অব মার্বেল’ বলা হয়?
-ইতালিকে।
৪.রোমের অভ্যন্তরে অবস্থিত স্বাধীন দেশটির নাম কী?
-ভ্যাটিকান সিটি।
৫.ফ্যাসিজম-এর প্রবর্তক কে ছিলেন?
-বেনিটো মুসোলিনি (ইতালি)।
৬.রোম নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা কি নামে পরিচিত?
-রোমান সভ্যতা।
৭.প্রাচীন রোম ছিল কি নির্ভর?
-কৃষিনির্ভর।
৮.সাত পাহাড়ের শহর বলা হয় কোন শহরকে?
-রোম।
৯.রোম নগরী প্রতিষ্ঠিত হয় কখন?
-খ্রিস্টপূর্ব ৭৫৩ অব্দে।
১০.রোম নগরকে কেন্দ্র করে গড়ে ওঠা সভ্যতা কি নামে পরিচিত?
-রোমান সভ্যতা।
১১.কে রোম নগরীর প্রতিষ্ঠা করেন?
-রাজা রোমিউলাস।
১২.রোম কার নাম অনুযায়ী নামকরণ করা হয়েছে?
-রাজা রোমিউলাস।
১৩.রোমে কোন পর্যন্ত ছিল রাজতন্ত্রের যুগ?
-খ্রি.পূর্ব ৭৫৩-৫১০ অব্দ।
১৪.রাজতন্ত্র যুগের সর্বশেষ সম্রাট কে ছিলেন?
-টারকিউরিয়াস সুপারকাস।
১৫.রোম সম্রাজ্যের প্রথম সম্রাট কে?
-অগাস্টাস সিজার।
১৬.ভার্জিলের মহাকাব্যের নাম কী?
-ইনিড।