Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4546
আলবার্ট আইনস্টাইন
১.আলবার্ট আইনস্টাইন কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
-১৪ মার্চ ১৮৭৯ সালে।
২.E=mc²এর জনক কে?
-আলবার্ট আইনস্টাইন।
৩.রিলেটিভিটির সূত্র আবিষ্কার করেন কে?
-আইনস্টাইন।
৪.তিনি কবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন?
-১৯২১ সালে।
৫.আলবার্ট আইনস্টাইন কবে মৃত্যুবরণ করেন?
-১৮ এপ্রিল ১৯৫৫ সালে।
৬.বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দর্শন, মানুষ ও বিজ্ঞান নিয়ে আলাপচারিতা করেছিলেন কে?
-আলবার্ট আইনস্টান।

স্যার রোন্যাল্ড হিল
১.স্যার রোন্যাল্ড হিল কবে জন্মগ্রহণ করেন?
-৩ ডিসেম্বর ১৭৯৫ সালে।
২.স্যার রোনাল্ড হিল কবে মৃত্যুবরণ করেন?
-২৭ আগস্ট ১৮৭৯ সালে।
৩.বিশ্বের প্রথম ডাকটিকিট পেনিব্ল্যাক এর জনক কে?
-স্যার রোনাল্ড হিল।

স্টিফেন হকিং
১.স্টিফেন হকিং কি ছিলেন?
-পদার্থবিদ।
২.স্টিফেন হকিং কবে কোথায় জন্মগ্রহণ করেন?
-৮ জানুয়ারি ১৯৪২ সালে, ব্রিটেন।
৩.তিনি কোন রোগে আক্রান্ত?
-মটর নিউরন ডিজিজে।
৪.ব্ল্যাক হোল থিওরি কে প্রদান করেন?
-স্টিফেন হকিন্স।
৫.স্টিফেন হকিং কবে মৃত্যুবরণ করেন?
-১৪ মার্চ ২০১৮ সালে।

জোনাস সাল্ক
১.জোনাস সাল্ক কত সালে জন্মগ্রহণ করেন?
-১৯১৪ সালের ২৮ অক্টোবর।
২.পোলিও টিকার আবিষ্কারক কে?
-জোনাস সাল্ক।
৩.তিনি কোন শহরে মারা যান?
-লা জোলা।
৪.তিনি কবে পোলিও টিকা আবিষ্কার করেন?
-১২ এপ্রিল ১৯৫৫ সালে।
৫.তিনি কবে মারা যান?
-২৩ জুন ১৯৯৫ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2124 Views
    by tamim
    0 Replies 
    1736 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2125 Views
    by kajol
    0 Replies 
    1803 Views
    by raihan

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]