Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4527
জি. মার্কোনি
১.জি মার্কোনি কবে ও কোথায় জন্মগ্রহণ করেন?
-২৫ এপ্রিল ১৮৭৪, ইতালির বোলোনে।
২.রেডিও ও টেলিগ্রাফের আবিষ্কারক কে?
-জি. মার্কোনি।
৩.তিনি কবে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের লাভ করেন?
-১৯০৯ সালে।
৪.জি. মার্কোনি কবে মৃত্যুবরণ করেন?
-১০ জুলাই ১৯৩৭ সালে।

রন্টজেন
১.রন্টজেন কবে জন্মগ্রহণ করেন?
-২৭ মার্চ ১৯৪৫ সালে।
২.এক্স-রে আবিষ্কার করেন কে?
-রন্টজেন।
৩.রন্টজেন কত সালে মৃত্যুবরণ করেন?
-১০ ফেব্রয়ারি ১৯২৩ সালে।

আলেকজান্ডার ফ্লেমিং
১.স্যার আলেকজান্ডার ফ্লেমিং কত সালে জন্মগ্রহণ করেন?
-৬ আগস্ট ১৮৮১ সালে।
২.আলেকজান্ডার ফ্লেমিং কেন বিখ্যাত?
-এন্টিবায়োটিকের আবিষ্কারের কারনে।
৩.স্যার আলেকজান্ডার ফ্লেমিং কবে মৃত্যুবরণ করেন?
-১১ মার্চ ১৯৫৫ সালে।
৪.পেনিসিলিন আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পান কবে?
-১৯৪৫ সালে।
৫.পেনিসিলিন কে আবিষ্কার করেন?
-আলেকজান্ডার ফ্লেমিং।

আলেকজান্ডার গ্রাহাম বেল
১.টেলিফোন আবিষ্কার করেন কে?
-আলেকজান্ডার গ্রাহাম বেল।
২.আলেকজান্ডার গ্রাহাম বেল কত সালে জন্মগ্রহণ করেন?
-৩ মার্চ ১৮৪৭ সালে।
৩.তিনি কবে মৃত্যুবরণ করেন?
-২ আগস্ট ১৯২২ সালে।

ফ্রোয়েবেল
১.ফ্রোয়েবেল কত সালে জন্মগ্রহণ করেন?
-২১ এপ্রিল ১৭৮২ সালে।
২.কিন্ডারগার্ডেন পদ্ধতির প্রবর্তক কে?
-ফ্রোয়েবেল।
৩.কিন্ডার গার্ডেন শব্দটি কোন ভাষা হতে এসছে?
-জার্মান।
৪.ফ্রোয়েবেল কবে মৃত্যুবরণ করেন?
-২১ জুন ১৮৫২ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2524 Views
    by tamim
    0 Replies 
    2031 Views
    by raja
    0 Replies 
    1967 Views
    by mousumi
    0 Replies 
    2435 Views
    by kajol
    0 Replies 
    2079 Views
    by raihan

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]