Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4518
তাসখন্দ চুক্তি ১৯৬৬
১.তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
-১০ জানুয়ারি ১৯৬৬ সালে।
২.তাসখন্দ চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়?
-ভারত ও পাকিস্তান।
৩.তাসখন্দ কোথায় স্বাক্ষরিত হয়?
-তাসখন্দ, উজবেকিস্তান।
৪.তাসখন্দ চুক্তির ফলাফল কী?
-তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় দুদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়।
৫.তাসখন্দ চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কী?
-কাশ্মীর-প্রশ্নে ভারত ও পাকিস্তান যুদ্ধের অবসান ও শান্তি স্থাপন।
৬.তাসখন্দ চুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি?
-সাবেক সোভিয়েত ইউনিয়ন।

সিমলা চুক্তি ১৯৭২
১.সিমলা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
-২ জুলাই ১৯৭২ সালে।
২.কোন দুটি দেশের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়?
-ভারত ও পাকিস্তান।

ক্যাম্প ডেভিড চুক্তি ১৯৭৮
১.ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-১৭ সেপ্টেম্বর ১৯৭৮ সালে।
২.কোন দুটি দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়?
-মিশর ও ইসরাইল।
৩.ক্যাম্প ডেভিড চুক্তির উদ্দেশ্য কি ছিল?
-মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়ার রূপরেখা নিরূপণ এবং শান্তি স্থাপন।
৪.ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থতাকারী কে?
-সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
৫.ক্যাম্প ডেভিড চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?
-যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে।
৬.ক্যাম্প ডেভিড কি ও কোথায় অবস্থিত?
-যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অবস্তিত প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র।
৭.ক্যাম্প ডেভিড চুক্তির প্রতিক্রিয়া কি?
-সাময়িকভাবে মিশরকে আরবলীগ ও ওআইসি থেকে বহিষ্কার করা হয়।

ম্যাসট্রিচট চুক্তি ১৯৯২
১.ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
-৭ ফেব্রুয়ারি ১৯৯২ সালে।
২.ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
-নেদারল্যান্ডের ম্যাসট্রিচট শহরে।
৩.ম্যাসট্রিচট চুক্তিতে কতটিদেশ স্বাক্ষর করে?
-১২টি ইউরোপীয় দেম।
৪.ম্যাসট্রিচট চুক্তি কবে কার্যকর হয়?
-১ নভেম্বর ১৯৯৩।
৫.ইউরো মুদ্রা কবে চালু হয়?
-১ জানুয়ারি ১৯৯৯ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]