Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4510
টমাস আলভা এডিসন
১.টমাস আলভা এডিসন কত সালে জন্মগ্রহণ করেন?
-১১ ফেব্রুয়ারি ১৮৪৭ সালে।
২.ফনোগ্রাফ, ইনক্যানডিসেন্ট বাতি, সিনেমা, প্রজেক্টর ইত্যাদি আবিষ্কার করেন কে?
-টমাস আলভা এডিসন।
৩.টমাস আভা এডিসন কবে মৃত্যুবরণ করেন?
-১৮ অক্টোবর ১৯৩১ সালে।

লুইস ব্রেইল
১.লুইস ব্রেইল কত সালে জন্মগ্রহণ করেন?
-৪ জানুয়ারি ১৮০৯ সালে।
২.তিনি কত সালে মৃত্যুবরণ করেন?
-৬ জানুয়ারি ১৮৫২ সালে।
৩.অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন কে?
-লুইস ব্রেইল।

চার্লস ব্যাবেজ
১.কম্পিউটারের জনক কে?
-চার্লস ব্যাবেজ।
২.চার্লস ব্যাবেজ কত সালে জন্মগ্রহণ করেন?
-২৬ ডিসেম্বর ১৭৯১ সালে।
৩.চার্লস ব্যাবেজ কবে মৃত্যুবরণ করেন?
-১৮ অক্টোবর ১৮৭১ সালে।

চার্লস ডারউইন
১.বিবর্তনবাদের প্রতিষ্ঠাতা চার্লস ডারউইন কত সালে জন্মগ্রহণ করেন?
-১২ ফেব্রুয়ারি ১৮০৯ সালে।
২.অরিজিন অব স্পেসিজ -এর প্রণেতা কে?
-চার্লস ডারউইন।
৩.চার্লস ডারউইন কবে মৃত্যুবরণ করেন?
-১৯ এপ্রিল ১৮৮২ সালে।
৪.ডারউইন প্রাকৃতিক নির্বাচন মতবাদ কত সালে প্রকাশ করেন?
-১৮৫৯ সালে।

স্যার রোনাল্ড রস
১.স্যার রোনাল্ড রস কত সালে জন্মগ্রহন করেন?
-১৩ মে ১৮৫৭ সালে।
২.তিনি কবে নোবেল পুরস্কার লাভ করেন?
-১৯০২ সালে।
৩.স্যার রোনাল্ড রস কবে মৃত্যুবরণ করেন?
-১৬ সেপ্টেম্বর ১৯৩২ সালে।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]