Page 1 of 1

বিশ্বের রাজধানী সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Posted: Wed Nov 25, 2020 1:32 pm
by tarek
১.বিশ্বের ক্ষুদ্রতম রাজধানী কোনটি?
-ভ্যাটিকান সিটি (ভ্যাটিকান)।
২.বিশ্বের হীরার রাজধানী কোনটি?
-কিম্বার্লি (দক্ষিণ আফ্রিকা)।
৩.বিশ্বের স্বর্ণের রাজধানী কোনটি?
-জোহানেসবার্গ (দক্ষিণ আফ্রিকা)।
৪.জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের বৃহত্তম রাজধানী কোনটি?
-টোকিও (জাপান)।
৫.আয়তনে এশিয়ার বৃহত্তম নগরী কোনটি?
-টোকিও (জাপান)।
৬.আয়তনে বিশ্বের বৃহত্তম নগরী কোনটি?
- নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)।
৭.ইউরোপের সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করে কোন সংস্থা?
-ইউরোপীয় ইউনিয়ন।
৮.ইউরোপের প্রথম সাংস্কৃতিক রাজধানী কোনটি?
-এথেন্স (গ্রিস ১৯৮৫)।
৯.আরবের সাংস্কৃতিক রাজধানী কোনটি?
-ইউনেস্কো।
১০.আরব বিশ্বের প্রথম সাংস্কৃতিক রাজধানী কোনটি?
-কায়রো (মিসর)।
১১.আমেরিকান সাংস্কৃতিক রাজধানী ঘোষণা করে কোন সংস্থা?
-আমেরিকান ক্যাপিটাল অব কালচার।
১২.প্রথম আমেরিকান সাংস্কৃতিক রাজধানী কোনটি?
-মেরিদা, মেক্সিকো।
১৩.বিশ্বের প্রথম ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল কোনটি?
-মাদ্রিদ (স্পেন ২০০১)।
১৪.ইউরোপের সবুজ রাজধানী ঘোষণা করে কোন সংস্থা?
-ইউরোপীয় ইউনিয়ন।
১৫.ইউরোপের প্রথম সবুজ রাজধানী কোনটি?
-স্টকহোম (২০০৯ সাল)।
১৬.বিশ্বের স্বাধীন দেশগুলোর মধ্যে উচ্চতম রাজধানী কোনটি?
-লাপাজ, ৩,৬৪০ মিটার।
১৭.আফ্রিকার উচ্চতম রাজধানীর নাম কী?
-আদ্দিস আবাবা, ২,৩৫৫ মিটার।
১৮.চিলির রাজধানী কতটি?
-২টি।
১৯.পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানীর নাম কী?
-মুজাফফরাবাদ।
২০. আইভরি কোস্টের রাজধানী কতটি?
-২টি।
২১.দক্ষিণ আফ্রিকার রাজধানী কতটি?
-৩টি।
২২.তানজানিয়ার রাজধানী কতটি?
-২টি।
২৩.ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর বর্তমানে কী?
-কেন্দ্রশাসিত দুটি অঞ্চল। যথা- জন্মু ও কাশ্মীর এবং লাদাখ।