Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4487
নিকোলাস কোপার্নিকাস
১.নিকোলাস কোপার্নিকাস কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
-১৯ ফেব্রুয়ারি ১৪৭৩ সালে।
২.সূর্যের পৃথিবী এবং অন্যান্য গ্রহের ঘূর্ননের মতবাদ প্রথম প্রদান করেন কে?
-নিকোলাস কোপার্নিকাস।
৩.নিকোলাস কোপার্নিকাস কবে মৃত্যুবরণ করেন?
-২৪ মে ১৫৪৩ সালে।

মাইকেল ফ্যারাডে
১.মাইকেল ফ্যারাডে কত সালে জন্মগ্রহণ করেন?
-২২ সেপ্টেম্বর ১৭৯১।
২.সর্বপ্রথম তড়িৎ উৎপাদক ডায়নামো আবিষ্কার করেন কে?
-মাইকেল ফ্যারাডে।
৩.মাইকেল ফ্যারাডে কবে মৃত্যুবরণ করেন?
-২৫ আগস্ট ১৮৬৭।

লুই পাস্তুর
১.লুই পাস্তুর কবে জন্মগ্রহণ করেন?
-২৭ ডিসেম্বর ১৮২২।
২.কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
-লুই পাস্তুর ।
৩.জলাতঙ্ক, এনথ্রাক্স ও মুরগীর কলেরা রোগের প্রতিষেধক ভ্যাকসিন আবিষ্কারক কে?
-লুই পাস্তুর।
৪.লুই পাস্তুর কবে মৃত্যুবরণ করেন?
-২৮ সেপ্টেম্বর ১৮৯৫ সালে।

গ্যালিলিও
১.গ্যালিলিও কবে কোথায় জন্মস্থান করেন?
-১৫ ফেব্রুয়ারি, ১৫৬৪, ইতালি।
২.গ্যালিলিও কবে মৃত্যুবরণ করেন?
-৮ জানুয়ারি ১৬৪২।
৩.দূরবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক কে?
-গ্যালিলিও।
৪.সূর্য পৃথিবীর চারদিকে নয়, বরং পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এ উক্তিটি কার?
-গ্যালিলিও।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2124 Views
    by kajol
    0 Replies 
    1803 Views
    by raihan

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]