Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4486
ফ্রান্স
১.ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
-৫ বছর।
২.ফ্রান্সের প্রথম অভিবাসীর সন্তান হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
-নিকোলাস সার্কোজি।
৩.ফ্রান্সের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্টের প্রার্থী কে?
-সেগোলিন রয়াল।
৪.ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?
-এলিসি প্রাসাদ।
৫.ফ্রান্সের জাতীয় খেলার নাম কী?
-বৌলস।
৬.ফরাসি বিপ্লব সংঘটিত হয় কখন?
-১৪ জুলাই ১৭৮৯।
৭.ফ্রান্স প্রজাতন্ত্র ঘোষনা করে কবে?
-১৭৯২ সালে।
৮.কোন দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়?
-বাস্তিল দুর্গ।
৯.নেপোলিয়ন ফ্রান্সের কোথায় অবস্থিত?
-কর্সিকা দ্বীপে।
১০.ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে?
-নেপোলিয়নকে।
১১.নেপোলিয়নকে কোন দ্বীপে নির্বাসন দেয়া হয়েছিল?
-সেন্ট হেলেনা।
১২.ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজ ছিলেন কে?
-ষোড়শ লুই।
১৩.ফরাসি বিপ্লবকে অনুপ্রেরণা দান করেছিল কোন দুজন দার্শনিকের লেখনীর মাধ্যমে?
-রুশো ও ভলতেয়ার।
১৪.ফ্রান্সের লৌহমানবি নামে পরিচিত কে?
-মিসেল আলিওমারি।
১৫.ফ্রান্সে সরকারি কাজে ইংরেজি ভাষার পরিবর্তে ফারসি ভাষা ব্যবহার বাধ্যতামূলক করা হয় কবে?
-৩০ জুন ১৯৯৪ সালে।
১৬.বিখ্যাত লুভ্যর জাদুঘর কোথায় অবস্থিত?
-প্যারিসে, ফ্রান্স।
১৭.কোন শহরকে সিটি অব কালচার বলা হয়?
-প্যারিস।
১৮.ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত?
-ফ্রান্স।
১৯.কিসের নামানুসরো ফ্রান্সের নামকরণ হয়?
-ফ্রাঙ্ক জাতির।
২০.ফরাসি বিপ্লবের প্রবক্তা ছিলেন কে?
-দার্শনিক রুশো।
২১.বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কবে?
-১৪ জুলাই ১৭৮৯ সালে।
২২.কোন রাষ্ট্র স্টেট অব লিবার্টি আমেরিকাকে উপহার দেয়?
-ফ্রান্স।
২৩.ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেয় কে?
-চার্লস ডি গ্যালে।
২৪.ফ্রান্সের রাজতন্ত্রের সময়কাল কত?
-৮৪৩-১৭৯২ সালে।
২৫.ফ্রান্সের সর্বশেষ রাজা কে?
-ষোড়শ লুই।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]