Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4479
বিশ্ব স্কাউট আন্দোলন
১.বিশ্ব স্কাউট আন্দোলনের নাম কী?
-World Organization of the Scout Movement (WOSM).
২.WOSM কবে প্রতিষ্ঠা লাভ করে?
-১৯২০ সালে।
৩.বিশ্ব স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
-রবার্ট ব্যাডেন পাওয়েল।
৪.বিশ্ব স্কাউট আন্দোলনের সদস্য দেশ কোতটি?
-১৭০টি।
৫.বিশ্ব স্কাউট সংস্থার সদর দপ্তর কোথায়?
-জেনেভা।
৬.বয় স্কাউট কবে প্রতিষ্ঠা লাভ করে?
-১ আগস্ট ১৯০৭ সালে।
৭.ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব গার্ল গাইডস এন্ড গার্ল স্কাউট কবে প্রতিষ্ঠা লাভ করে?
-১৯২৮ সালে।

অরবিস ইন্টারন্যাশনাল
১.অরবিসকি?
-একটি ইন্টারন্যাশনাল উড়ন্ত চক্ষু হাসপাতাল।
২.আন্তর্জাতিক চক্ষুরোগ নিবারণকারী সংস্থার নাম কী?
-অরবিস ইন্টারন্যাশনাল।
৩.অরবিস ইন্টারন্যাশনাল কিভাবে কার কার্যক্রম পরিচালনা করে?
-উড়োজাহাজের অভ্যন্তরে পূর্নাঙ্গ হাসপাতাল স্থাপন করে।
৪.উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস প্রথম কবে বাংলাদেশে আসে?
-১৯৮৫ সালে।
৫.অরবিস ইন্টারন্যাশনাল কবে বাংলাদেশে কান্ট্রি অফিস স্থাপন করে?
-১৯৯৯ সালে।
৬.অরবিস ইন্টারন্যাশনাল কোন দেমভিত্তিক সংস্থা?
-যুক্তরাষ্ট্র।

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল
১.লায়ন্স ক্লাব কী?
-বিশ্বের ধনাঢ্য ব্যাক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা।
২.লায়েন্স ক্লাবের প্রতিষ্ঠিত হয় কবে?
-৭ জুন ১৯১৭ সালে।
৩.লায়ন্স ক্লাবের সদর দপ্তর কোথায়?
-যুক্তরাষ্ট্রে।
৪.লায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতা কে?
-মেলভিন জোন্স নামে শিকাগোর এক ব্যবসায়ী।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]