Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4453
আলবেনিয়া
১.কোন সময়কাল পর্যন্ত আলবেনিয়ার রাষ্ট্রীয় নাম ছিল পিপলস সোসালিস্ট রিপাবলিক অব আলবেনিয়া?
-১৯৪৪-১৯৯২ সাল।
২.কাকে বলকানের ম্যান্ডেলা বলা হয়?
-আলবেনীয় বংশোদ্ভত কসোভোর স্বাধীনতা আন্দোলনের নেতা এডেম ডেমচিকে।
৩.আলবেনিয়ার জাতীয় দিবস কবে?
-২৮ নভেম্বর।
৪.আলবেনিয়া ন্যাটোর সদস্যপদ লাভ করে কবে?
-১ এপ্রিল ২০০৯।
৫.আলবেনিয়া ইউরোপের প্রথম মুসলিম দেশ হিসেবে পরিচিত হয় কত সালে?
-১৯৯২ সালে।

বেলজিয়াম
১.দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাফার স্টেট ছিল কোন দেশ?
-বেলজিয়াম।
২.বেলজিয়ামের নামকরণ করা হয় কিভাবে?
-বেলগায় জাতিগোষ্ঠীর নামানুসারে।
৩.বেলজিয়াম কবে নেদারল্যান্ডেসের সাথে যুক্ত হয়?
-১৬ মার্চ ১৮১৫ সালে।
৪.বেলজিয়াম স্বাধীনতা ঘোষণা করে কবে?
-৪ অক্টোবর ১৮৩০ সালে।
৫.ইউরোপের ককপিট হিসেবে ব্যবহৃত হয়েছে কোন দেশ?
-বেলজিয়াম।

ক্রোয়েশিয়া
১.ক্রোয়েশিয়া কবে যুগোসলাভিয়ার সাথ যুক্ত হয়?
-২৯ নভেম্বর ১৯৪৫ সালে।
২.ক্রোয়েশিয়া ন্যাটোর সদস্যপদ লাভ করে কবে?
-১ এপ্রিল ২০০৯।
৩.কার নেতৃত্বে ক্রেয়েশিয়া সাবেক যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা অর্জন করে?
-ফ্রাঞ্জো তুজম্যান।
৪.ক্রোয়েশিয়ার রাজতন্ত্র চালু হয় কবে?
-৯২৫ সালে।
৫.স্বাধীনতা যুদ্ধের সময়কাল –
-৩১ মার্চ ১৯৯১-১২ নভেম্বর ১৯৯৫ ।

চেক প্রজাতন্ত্র
১.চেকদের আবাসভূমি কি নামে পরিচিত?
-বোহেমিয়া।
২.কোন অঞ্চলগুলো নিয়ে চেক প্রজাতন্ত্র গঠিত?
-বোহেমিয়া, মোরাভিয়া, ও সাইলেসিয়া।
৩.চেকোস্লোভাকিয়া কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল?
-বোহেমিয়া, মোরাভিয়া, সাইলেসিয়া, ও স্লোভাকিয়া নিয়ে।
৪.চেকোস্লোভাকিয়া কবে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়?
-১ জানুয়ারি ১৯৯৩।
৫.চেকোস্লোভাকিয়া রাষ্ট্র গঠিত হয় কবে?
-২৮ অক্টোবর ১৯১৮ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]