Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4432
১.বিশ্বের প্রাচীনতম বা প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি?
-নালন্দা বিশ্ববিদ্যালয়।
২.কোন বিশ্ববিদ্যালয় বৌদ্ধ ভারতের অক্সফোর্ড নামে খ্যাত?
-নালন্দা বিশ্ববিদ্যালয়।
৩.নালন্দা বিশ্ববিদ্যালয়ের সময়কাল কত?
-খ্রিষ্ট্রীয় ৪২৭ অব্দ থেকে ১১৯৭ অব্দ।
৪.নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
-২৫ নভেম্বর ২০১০ সালে।
৫.কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কবে?
-২৪ জানুয়ারি ১৮৫৭ সালে।
৬.রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
-৮ মে ১৯৬২ সালে।
৭.বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
-২২ ডিসেম্বর ১৯০১ সালে।
৮.কত সালে শিক্ষানীতির মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়?
-১৮৫৪ সালে।
৯.উপমহাদেশে ইংরেজি শিক্ষার প্রচলন হয় কবে?
-১৮৩৫ সালে।
১০.কবে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়?
-১৭৮০ সালে।
১১.কলকাতা আলিয়া মাদ্রাসাকে কবে বিশ্ববিদ্যালয় এ পরিণত করা হয়?
-১৭ ডিসেম্বর ২০০৭ সালে।
১২.আলিয়া শব্দের অর্থ কী?
-উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।
১৩.ভারতে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠীত হয়?
-৪ মে ১৮০০ সালে।
১৪.ফোর্ট উইলিয়াম কলেজ কবে বন্ধ হয়ে যায়?
-২৪ জানুয়ারি ১৮৫৪ সালে।
১৫.বিশ্বের প্রথম পূর্নাঙ্গ ওপেন ইউনিভার্সিটির নাম কী?
-লন্ডন ওপেন ইউনিভার্সিটি।
১৬.বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয় এর নাম কী?
-প্রিন্সেস নোরা বিনতে আবদুল রহমান বিশ্ববিদ্যালয়।
১৭.কোন ধর্মে ধর্মীয়ভাবে শিক্ষাগ্রহণ ফরয?
-ইসলাম।
১৮.অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কার আমলে স্থাপিত?
-ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি।
১৯.আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস কবে?
-৮ সেপ্টেম্বর।
২০.আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস প্রথম কোন সালে পালিত হয়?
-১৯৬৬ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2544 Views
    by rajib
    0 Replies 
    1500 Views
    by shohag
    0 Replies 
    887 Views
    by bdchakriDesk
    1 Replies 
    655 Views
    by bdchakriDesk
    0 Replies 
    683 Views
    by bdchakriDesk

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]