Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4430
১.জাতিসংঘ গঠন সংক্রান্ত লন্ডন ঘোষণা কবে স্বাক্ষরিত হয়?
-১২ জুন ১৯৪১।
২.জাতিসংঘ গঠন সংক্রান্ত আটলান্টিক ঘোষণা স্বাক্ষরিত হয় কবে?
-১৪ আগস্ট ১৯৪১ সালে।
৩.জাতিসংঘের নামকরণ করেন কে?
-মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
৪.জাতিসংঘ গঠনের উদ্দেশ্যে ১৯৪৩ সালে কোথায় সম্মেলন অনুষ্ঠিত হয়?
-তেহরান, ইরান।
৫.জাতিসংঘের খসড়া সনদ কবে প্রণয়ন করা হয়?
-১৯৪৪ সালে।
৬.জাতিসংঘ গঠনের প্রস্তাব কত সালে গৃহীত হয়?
-১৯৪৪ সালে।
৭.জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে?
-২৬ জুন ১৯৪৫ সালে।
৮.জাতিসংঘের সনদ কার্যকর হয় কবে?
-২৪ অক্টোবর ১৯৪৫ সালে।
৯.জাতিসংঘ দিবস পালিত হয় কবে?
-২৪ অক্টোবর।
১০.জাতিসংঘ নামটির প্রস্তাবক কে ছিলেন?
-মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট।
১১.জাতিসংঘ সদর দপ্তরের স্থপতি কে?
-ডব্লিউ হ্যারিসন।
১২.জাতিসংঘ সদর দপ্তরের জমি দান করেন কে?
-জন ডি রকফেলার জুনিয়র।
১৩.জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
-নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
১৪.জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায় অবস্থিত?
-জেনেভা, সুইজারল্যান্ড।
১৫.জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি?
-৬টি।
১৬.জাতিসংঘের আয়ের উৎস কী?
-সদস্য দেশসমূহের চাঁদা।
১৭.সদস্য দেশ সর্বোচ্চ কি পরিমাণ চাঁদা জাতিসংঘকে প্রদান করতে পারে?
-মোট বাজেটের ২৫%।
১৮.জাতিসংঘের বাজেট কত বছরে একবার ঘোষিত হয়?
-দু বছরে একবার।
১৯.জাতিসংঘের ওয়েস্ট কোর্ট গার্ডেনের নাম কী?
-শান্তি ঘন্টা।
২০.শান্তি ঘন্টায় কি লেখা থাকে?
-নিরঙ্কুশ বিশ্বশান্তি দীর্ঘজীবী হোক।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]