Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4427
ভ্লাদিমির ইলিচ লেনিন
১.ভ্লাদিমির ইলিচ লেনিন কত সালে জন্মগ্রহণ করেন?
-২২ এপ্রিল ১৮৭০ সালে।
২.লেনিনের মরদেহ কোথায় মমি করে রাখা হয়েছে?
-রাশিয়ার রেড স্কয়ারে।
৩. ভ্লাদিমির ইলিচ লেনিন কবে মৃত্যুবরণ করেন?
-২১ জানুয়ারি ১৯২৪ সালে।
৪.রাশিয়ার বলভেশিক বিপ্লবের নেতা কে?
-ভ্লাদিমির ইলিচ লেনিন ।
৫.দ্য স্টেট অ্যান্ড রেভুলুশন এর লেখক কে?
- ভ্লাদিমির ইলিচ লেনিন।
৬.সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর – উক্তিটি কার?
- ভ্লাদিমির ইলিচ লেনিন।
৭.১৯১৭ সালের রুশ বিপ্লবের নায়ক কে?
- ভ্লাদিমির ইলিচ লেনিন।
৮.বিপ্লবী কাজে জড়িত থাকাকালে ভ্লাদিমির ইলিচ উলিয়ানোভ এর ছদ্মনাম –
- লেনিন।
৯.কোন বিশ্ব নেতার মরদেহ এখনো সংরক্ষিত?
- ভ্লাদিমির ইলিচ লেনিন।

জন এফ কেনেডি
১.কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
-জন এফ কেনেডি।
২.কিউবার ক্ষেপণাস্ত্র সংকট সৃষ্টি হয় কবে?
-১৯৬২ সালে।
৩.জন এফ কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
-৩৫ তম।
৪.মাউন্ট রাসমৌরে কোন মার্কিন প্রেসিডেন্ট এর মুখমন্ডল খোদাই করা নেই?
-জন. এফ. কেনেডি।

ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
১.মহানন্দা মোকাবিলার জন্য যে মার্কিন প্রেসিডেন্ট নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন –
-ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
২.জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন?
-রুজভেল্ট।
৩.মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় ছিলেন?
-ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
৪.ফ্রাঙ্কলিন রুজ ভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
-৩২ তম।

হ্যারি ট্রম্যান
১.যুক্তরাষ্ট্রের তদানীন্তন কোন প্রেসিডেন্ট জাপানে আনবিক বোমা ফেলার আদেশ দিয়েছিলেন?
-হ্যারি ট্রম্যান।
২.তিনি যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
-৩৩ তম।
৩.লৌহ পর্দা শব্দগুচ্ছ কোন রাষ্ট্রনায়ক ব্যবহার করেন?
-হেনরি এস. ট্রম্যান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1997 Views
    by tamim
    0 Replies 
    1636 Views
    by raja
    0 Replies 
    1572 Views
    by mousumi
    0 Replies 
    2027 Views
    by kajol
    0 Replies 
    1732 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]