Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4426
১.এশিয়া মাইনর ও ক্ষুদ্র সিনাই দ্বীপের মধ্যবর্তী অঞ্চলকে কি বলে?
-লেভান্ট।
২.এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি?
-সালউইন।
৩.এশিয়া মহাদেশের অর্থনীতির প্রধান উৎস কী?
-কৃষি।
৪.দক্ষিণ এশিয়ার কোন দেশে সারা বছর বৃষ্টিপাত হয়?
-শ্রীলঙ্কায়।
৫.দক্ষিণ এশিয়ার সমুদ্র উপকূলে কি জন্মে?
-নারিকেল।
৬.লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে?
-আফ্রিকা মহাদেশ।
৭.এশিয়া মাইনর কাকে বলে?
-ভূমধ্যসাগরের পূর্ব উপকূলকে।
৮.এশিয়ার বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
-২,৫০০ মিমি।
৯.পৃথিবীর বৃহত্তম ও উচ্চতম পর্বত গ্রন্থির নাম কী?
-পামীর গ্রন্থি।
১০.কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলে?
-পামির মালভূমি।
১১.ইন্দো-চীন নামে খ্যাত কোন দেশগুলো?
-ভিয়েতনাম, লাওস, ও কম্বোডিয়া।
১২.হিমালয় ও কুনলুন পর্বতের মধ্যে কোন মালভূমি অবস্থিত?
-তিব্বত।
১৩.উষ্ণ মরু জলবায়ুর অন্তর্গত দেশ কোনটি?
-জর্ডান।
১৪.কোন প্রণালী জাপান থেকে দক্ষিণ কোরিয়াকে পৃথক করেছে?
-কোরিয়া প্রণালী।
১৫.আয়তনে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশের নাম কী?
-সৌদি আরব।
১৬.সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিন ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্নিত ছিল?
-১৭ ডিগ্রী সমান্তরাল।
১৭.মধ্য এশিয়ার অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম কী?
-কাজাখস্তান।
১৮.সানশাইন পলিসির সাথে কোন দেশটি জড়িত?
-উত্তর ও দক্ষিণ কোরিয়া দুটি দেশের সাথে।
১৯.দুই কোরিয়ার বিভক্তিসূচক সীমারেখার নাম কী?
-৩৮ তম অক্ষরেখা।
২০.মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল?
-১৯৭৩ সালে।
২১.দুই ইয়েমেনে একত্রিত হয় কোন সালে?
-১৯৯০ সালে।
২২.ডমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
-দক্ষিণ-পূর্ব এশিয়া।

এশিয়ার বিন্দু
উত্তরের বিন্দু – চেলিউসকিন অন্তরীপ (রাশিয়া)
দক্ষিণের বিন্দু – পিয়ায়ি অন্তরীপ (মালয়েশিয়া)
পশ্চিমের বিন্দু – বেবা অন্তরীপ (তুরস্ক)
পূর্বের বিন্দু – ডেজনেভ অন্তরীপ (রাশিয়া)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]