Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4410
১.জাতিসংঘের আলাপ-আলোচনার মূল সভা কোনটি?
-সাধারণ পরিষদ।
২.সাধারণ পরিষদের প্রধানকে কি বলা হয়?
-সভাপতি।
৩.সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হন?
-এক বছর।
৪.সাধারণ পরিষদের সহ সভাপতি কতজন?
-২১ জন।
৫.জাতিসংঘের প্রত্যেক দেশ কোন পরিষদের সদস্য?
-সাধারণ পরিষদের।
৬.সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
-১০ জানুয়ারি ১৯৪৬ সালে।
৭.জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
-ওয়েস্ট মিনস্টার হল, লন্ডন।
৮.সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন কবে শুরু হয়?
-সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
৯.জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কে?
-পল হেনরি স্মাক (বেলজিয়াম)।
১০.জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতি কে?
-বিজয়লক্ষী পন্ডিত।
১১.জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম মুসলিম নারী সভাপতি কে?
-সায়খা হায়া বিনতে রশিদ আল খলিফা।

সাধারণ পরিষদে ৪ নারী সভাপতি
অধিবেশন – নাম – দেশ
৮ম – বিজয়লক্ষী পন্ডিত – ভারত
২৪তম – এঞ্জী ব্রুকস – লাইবেরিয়া
৬১ তম – শায়খা হায়াত বিনতে রশিদ আল খলিফা – বাহরাইন
৭৩ তম – মারিয়া ফার্নাদো এস্পিনোসা গারসেস – ইকুয়েডর

নিরাপত্তা পরিষদ
১.জাতিসংঘের কার্যকরী সভা কোনটি?
-নিরাপত্তা পরিষদ।
২.নিরাপত্তা বা স্বস্তি পরিষদের সদস্য দেশ কতটি?
-১৫টি।
৩.নিরাপত্তা পরিষদের স্থায়ী নদস্য কয়টি?
-৫টি।
৪.প্রথমে নিরাপত্তা পরিষদের সদস্য কত ছিল?
-১১টি।
৫.নিরাপত্তা পরিষদের সভাপতি কত সময়ের জন্য নির্বাচিত হন?
-এক মাসের জন্য।
৬.নিরাপত্তা পরিষদের অধিবেশনে কত বার জাতিসংঘের সদর দপ্তর ছাড়া অনত্র অনুষ্ঠিত হয়?
-দুবার।
৭.ভেটো কী?
-ভেটো এর অর্থ হলো আমি মানি না।
৮.জাতিসংঘের কতটি দেশের ভেটো ক্ষমতা রয়েছে?
-৫টি।
৯.জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রথম ভেটো দেয় কোন দেশ?
-সাবেক সোভিয়েত ইউনিয়ন।
১০.নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত সময়ের জন্য নির্বাচিত হয়?
-২ বছরের জন্য।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    755 Views
    by bdchakriDesk
    0 Replies 
    164 Views
    by tamim
    0 Replies 
    313 Views
    by tamim
    0 Replies 
    63 Views
    by tamim
    0 Replies 
    108 Views
    by tamim

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]