Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4405
চে গুয়েভারা
১.চে গুয়েভারা কত সালে জন্মগ্রহণ করেন?
-১৪ জুন ১৯২৮ সালে।
২.বিপ্লবী চে গুয়েভারা কোন দেশে নিহত হন?
-বলিভিয়ায়।
৩.চে গুয়েভারা পেশায় কী ছিলেন?
-চিকিৎসক।
৪.তার বিখ্যাত গ্রন্থের নাম কী?
-গেরিলা ওয়ারফেয়ার।
৫.চে গুয়েভারা কবে নিহত হন?
-৯ অক্টোবর ১৯৬৭ সালে।
৬.চে গুয়েভারা কোন দেশের নাগরিক ছিলেন?
-আর্জেন্টিনা।

ইয়াসির আরাফাত
১.ইয়াসির কত সালে জন্মগ্রহণ করেন?
-২৪ আগস্ট ১৯২৯ সালে।
২.ইয়াসির আরাফাত কবে মৃত্যুবরণ করেন?
-১১ নভেম্বর ২০০৪ সালে।
৩.পিএল্ও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখন্ডে আসেন?
-১ জুলাই ১৯৯৪।
৪.ইয়াসির আরাফাতকে কোথায় দাফন করা হয়?
-রামাল্লায়।
৫.রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন?
-ইয়াসির আরাফাত।
৬.কত সালে জাতিসংঘ ইয়াসির আরাফাতকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকৃতি প্রদান করেন?
-১৯৮০ সালে।
৭.ইয়াসির আরাফাত কত সালে পিএলও গঠন করেন?
-১৯৬৪ সালে।
৮.ইয়াসির আরাফাতের দলের নাম কী?
-আল ফাতাহ।
৯.ইয়াসির আরাফাতের ডাক নাম কী?
-আল ফাতাহ।
১০.ফিলিস্তিনের কর্তৃপক্ষের প্রথম প্রেসিডেন্ট কে?
-ইয়াসির আরাফাত।
১১.ইয়াসির আরাফাত কবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন?
-১৯৯৪ সালে।
১২.তিনি কবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট ও পিএলও এর চেয়ারশ্যান নির্বাচিত হন?
-১৯৮৯ সালে।
১৩.ইয়াসির আরাফাত কোন সালে পিএলও এর চেয়ারম্যান হন?
-৪ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]