Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4396
১.দক্ষিণ আমেরিকার আয়তন কত?
-১ কোটি ৭৮ লাখ ৪০ হাজার বর্গ কিমি।
২.দক্ষিণ আমেরিকা পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ?
-১১.৮%।
৩.দক্ষিণ আমেরিকার উপকূল রেখার দৈর্ঘ্য কত?
-২৭ হাজার ৭০০ কিলোমিটার।
৪.পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কী?
-আন্দিজ পর্বতমালা।
৫.দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাত কোনটি?
-গুয়ারিয়া।
৬.উচ্চতা অনুযায়ী দক্ষিণ আমেরিকার উচ্চতম জলপ্রপাতের নাম কী?
-অ্যাঞ্জেল ফলস।
৭.আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?
-ব্রাজিল।
৮.জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?
-ব্রাজিল।
৯.আয়তনে দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম কী?
-সুরিনাম।
১০.জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার ক্ষুদ্রতম দেশের নাম কী?
-সুরিনাম।
১১.দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশের নাম কী?
-ইকুয়েডর।
১২.দক্ষিণ আমেরিকার উচ্চতম রাজধানীর নাম কী?
-লাপাজ।
১৩.দক্ষিণ আমেরিকার প্রথম উপনিবেশ স্থাপন করে কোন দেশ?
-স্পেন।
১৪.দক্ষিণ আমেরিকার স্বাধীন দেশ কয়টি?
-১২টি।
১৫.দক্ষিণ আমেরিকা ও উত্তর আমেরিকা কোন খাল দ্বার বিভক্ত?
-পানামা খাল।
১৬.দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ বিন্দু কি?
-অ্যাকাঙ্কাগুয়া।
১৭.দক্ষিণ আমেরিকার সর্বন্মিন বিন্দু কী?
-পেনিনসুলা।

দক্ষিণ আমেরিকার বিন্দু
উত্তরের বিন্দু – পুন্টা গ্যালিনাস, কলম্বিয়া
দক্ষিণের বিন্দু – কেপ ফরয়ার্ড, চিলি
পশ্চিমের বিন্দু – পুন্টা প্যারিনাস
পূর্বের বিন্দু – পুন্টা ডো সেইসাস, ব্রাজিল
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]