Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4331
১.বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোথায়?
-চীনে।
২.বিশ্বের প্রথম ব্যাংক কোনটি?
-ব্যাংক অব শান্সী।
৩.ব্যাংক অব শান্সী কবে প্রতিষ্ঠিত ঞয়?
-খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে।
৪.বিশ্বের প্রথম যৌথ উদ্যোগের ব্যাংক কোথায় গড়ে ওঠে?
-ইতালিতে।
৫.পৃথিবীর প্রথম যৌথ ব্যাংক গড়ে উঠেছিল কত সালে?
-৭০০ সালে।
৬.মন্টে ডেই পাসচি ডি সিয়েনা, প্রতিষ্ঠিত হয় কবে?
-১৪৭২ সালে।
৭.বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
-সুইডিশ ন্যাশনাল ব্যাংক।
৮.বিশ্বের কোন ব্যাংক আধুনিক নোট ইস্যু করে?
-সুইডিশ ন্যাশনাল ব্যাংক।
৯.সুইডিশ ন্যাশনাল ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়?
-১৬৬৮ সালে।
১০.বিশ্বের প্রথম আধুনিক কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
-ব্যাংক অব ইংল্যান্ড।
১১.বিশ্বের প্রথম সনদপ্রাপ্ত বাণিজ্যিক ব্যাংক কোনটি?
-সুইডিশ ন্যাশনাল ব্যাংক।
১২.ইউরোব্যাংক কোন দেশভিত্তিক?
-গ্রিস।
১৩.বিশ্বের প্রথম ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংক কোনটি?
-মিটগামার ব্যাংক।
১৪.কার উদ্যোগে মিটগামার ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
-ড. আহমেদ আল নাজ্জার।
১৫.কোন দেশে বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক প্রথা চালু হয়?
-মিশর।
১৬.ইসলামে মূলধনের প্রাপ্য হচ্ছে –
-লাভ-লোকসান উভয়ই।
১৭.আল-ওয়াহিদা পদ্ধতিতে ব্যাংক সম্পদের মালিক কে?
-আমানতদার।
১৮.আল-ওয়াহিদা পদ্ধতিতে ব্যাংক সম্পদের মালিক কে?
-আমানতদার।
১৯.উপমহাদেশের প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক কোনটি?
-হিন্দুস্তান ব্যাংক।
২০.হিন্দুস্তান ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৭০০ সালে।
২১.উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
-রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।
২২.উপমহাদেশের প্রথম মুসলিম ব্যাংক কোনটি?
-হাবিব ব্যাংক লি.।
২৩.হাবিব ব্যাংক লি. কত সালে প্রতিষ্ঠিত হয়?
-১৯৪১ সালে।
২৪.হাবিব ব্যাংক লি.কেবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে?
-৯ জুলাই ১৯৭৬ সালে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    706 Views
    by mun
    0 Replies 
    2652 Views
    by sajib
    0 Replies 
    2546 Views
    by rajib
    0 Replies 
    2185 Views
    by kajol
    0 Replies 
    1471 Views
    by shihab

    ১. এক ব্যক্তি তার স্ত্রী চেয়ে ৫ বছরের বড়। তার স্[…]

    ১.বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সা[…]