Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4286
জন এফ কেনেডি স্পেস সেন্টার
১. জন এফ কেনেডি স্পেস সেন্টার (KSC) কোথায় অবস্থিত?
-ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
২.KSC এর পূর্ব নাম কী?
-কেপ ক্যানাভেরাল।
৩. KSC এর নামকরণ করা হয় কবে?
-১৯৭৩ সালে।
৪. KSC এর নির্মাণ কাজ শুরু হয় কবে?
-১৯৫৮ সালে।

বাইকনুর কসমোড্রম
১.বিশ্বের প্রথম ও বৃহত্তম মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্রের নাম কী?
-বাইকনুর কসমোড্রম।
২.বাইকনুর কসমোড্রম কবে নির্মাণ করা হয়?
-১৯৫০ সালে।
৩.কেন্দ্রটি কী কাজে ব্যবহার করা হতো?
-বাণিজ্যিক ও সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ এবং মহাকাশ স্টেশনে মানুষ প্রেরণের কাজে।

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র (ISS)
১.আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র এর প্রতিষ্ঠা কবে?
-২০ নভেম্বর ১৯৯৮ সালে।
২. ISS এর পূর্নরূপ কী?
-International Space Station.
৩. ISS এর দৈর্ঘ্য কত?
-৭৩ মিটার বা ২৪০ ফুট।
৪. ISS এর প্রস্থ কত?
-১০৮.৫ মি বা ৩৫৬ ফুট।
৫.আন্তর্জাতিক মহাকাশ স্টেশন গড়ার লক্ষ্যে কবে চুক্তি স্বাক্ষরিত হয়?
-১৯৯২ সালে।
৬. ISS এর নির্মাণ কাজ সমাপ্ত হয় কবে?
-১৯৯২ সালে।
৭. ISS এর প্রথম অংশ জারা মহাশূন্যে কবে কোন দেশ পাঠায়?
-২০ নভেম্বর ১৯৯৮; রাশিয়া।

নিজস্ব প্রযুক্তিতে উপগ্রহ উৎক্ষেপণকারী দেশ
দেশ – উপগ্রহ – সময়কাল
সোভিয়েত ইউনিয়ন –Sputnic-1- ৪ অক্টোবর ১৯৫৭
যুক্তরাষ্ট্র –Explorer-1- ৩১ জানুয়ারী ১৯৫৮
ফ্রান্স –Astrix - ২৬ নভেম্বর ১৯৬৫
জাপান –Osumi- ১১ ফেব্রুয়ারী ১৯৭০
চীন –Dong Fang Hong-1- ২৪ এপ্রিল ১৯৭০
যুক্তরাজ্য –Prospero X-3- ২৮ অক্টোবর ১৯৭১
ভারত –Rohini-1 ১৮ জুলাই ১৯৮০
ইসরাইল –Ofeq-1- ১৯ সেপ্টেম্বর ১৯৮৮
ইউক্রেন – Sich-1 -৩১ আগস্ট ১৯৯৫
ইরান – Omid-২ ফেব্রুয়ারী ২০০৯

বিভিন্ন দেশের মহাকাশ সংস্থা
নাসা – ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
সিএনইএস – ফ্রান্স
আইএসআরও – ভারত
ইসা – ইউরোপিয়ানে স্পেস এজেন্সি
আইএসএ – ইসরাইল
এনএসএইউ – ইউক্রেন
আরএফএসএ – মস্কো, রাশিয়া
সিএনএসএ – বেইজিং, চীন
জেএএক্সএ – জাপান
আইএসএ – ইরান
    Similar Topics
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]