Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4284
১.প্রাকৃতিক দূর্যোগ কী?
-মানুষের আর্থ-সামাজিক অবস্থার উপর প্রতিকূল প্রভাব রয়েছে এমন যে কোনো প্রাকৃতিক ঘটনাই হলো প্রাকৃতিক দূর্যোগ।
২.দূর্যোগ কয় ধরনের?
-২ ধরনের। প্রাকৃতিক দূর্যোগ ও মানবসৃষ্ট দূর্যোগ।
৩.কালবৈশাখী কী?
-সাধারণত এপ্রিল মে মৌসুমে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাওয়া উত্তর পশ্চিমাভিমুখী প্রচন্ড ঝড়, স্থানীয়ভাবে যা কালবৈশাখী ঝড় নামে পরিচিত।
৪.ঘূর্ণীঝড় কী?
-ঘূর্নীঝড় হলো বায়ুমন্ডলীয় একটি উত্তাল অবস্থা যা বাতাসের প্রচন্ড ঘূর্ণায়মান গতির ফলে সংঘটিত হয়।
৫.বজ্রঝড় কী?
-একপ্রকার ক্রান্তীয় ঝড়।
৬.জলোচ্ছাস কী?
-সংকীর্ণ ও অগভীর নদীপথ অথবা মোহনায় প্রবল জোয়ারের মাধ্যমে সৃষ্ট প্রাচীরাকৃতির উত্থিত তরঙ্গ।
৭.সাইক্লোন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
-ড.হেনরি পিডিংটন।
৮.ভারত মহাসাগরীয় অঞ্চল থেকে উৎপন্ন ঘূর্ণীঝড়কে কী বলে?
-সাইক্লোন।
৯.প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্নীঝড়কে কী বলা হয়?
-টাইফুন।
১০.আটলান্টিক মহাসাগরীয় এলাকার ঘূর্ণীঝড়কে কী বলা হয়?
-হ্যারিকেন।

ভূমিকম্প
১.ভূমিকম্প কী?
-ভূ-পৃষ্ঠে সংঘটিত আকস্মীক ও অস্থায়ী কম্পন।
২.রিখটার স্কেল ফর্মুলায় কত পর্যন্ত সংখ্যা ব্যবহৃত হয়?
-১-১০ পর্যন্ত।
৩.ভূমিকম্পের দেশ কোনটি?
-জাপান।
৪.ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম কী?
-সিসমোগ্রাফ।
৫.ভূমিকম্পের মাত্রা নির্নায়ক যন্ত্রের নাম কী?
-রিখটার স্কেল।
৬.ইরানের বাম নগরীতে ভয়াবহ ভূমিকম্প হয় কবে?
-২৬ ডিসেম্বর ২০০৩ সালে।

সুনামি
১.সুনামী কী?
-ভূমিকম্পের ফলে অনেক সময় সাগরে যে বিশাল ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে।
২.সুনামি কোন ভাষার শব্দ?
-জাপানি।
৩.শতাব্দীর ভয়াবহ সুনামি কবে সংগঠিত হয়?
-২৬ ডিসেম্বর ২০০৪।
৪.২৬ ডিসেম্বর ২০০৪ সংগঠিত সুনামি যে ভূমিকম্পের কারণে হয় তার উৎপত্তিস্থল কোথায় ছিল?
-ইন্দোনেশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সুমাত্রায়।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]