Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4282
১.আদমশুমারী কী?
-একটি দেশের জনসংখ্যার সরকারি গণনা হিসেবে গন্য করা হয়। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী নির্দিষ্ট সময়ে আদমশুমারী একটি জনগোষ্ঠীর বা দেশের জনসংখ্যা গণনার সামগ্রিক প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ। তথ্য একত্রীকরণ এবং জনসমিতিতে অর্থনৈতিক ও সামাজিক তথ্যাদি প্রকাশ করা বোঝায়।
২.ম্যালথাসের মতে জনসংখ্যা বাড়ে কোন হারে?
-জ্যামিতিক হারে।
৩.ম্যালেথাসের মতে খাদ্যের উৎপাদন বাড়ে কোন হারে?
-গাণিতিক হারে।
৪.যুক্তরাষ্ট্রের প্রথম আদমশুমারী পরিচালিত হয় কবে?
-১৭৯০ সালে।
৫.ইংল্যান্ড ও ফ্রান্সে আদমশুমারী পরিচালিত হয় কখন?
-১৮০১ সালে।
৬.ভারতবর্ষের প্রথম জরিপ ও ভূমি জরিপ কবে কার রাজত্বকালে পরিচালিত হয়?
-সম্রাট আকবরের।
৭.প্রথম আধুনিক আদমশুমারী কবে পরিচালিত হয়?
-১৭৯০ সালে।
৮.দশকভিত্তিক আদমশুমারী প্রথম কবে পরিচালিত হয়?
-১৮০১ সালে।
৯.অবিভক্ত বাংলায় প্রথম কবে আদম শুমারী শুরু হয়?
-১৮৭২ সালে।
১০.বাংলায় প্রথম দশ বছর ভিত্তিক আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?
-১৮৭২ সালে।
১১.স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম আদমশুমারী কবে অনুষ্ঠিত হয়?
-১৯৭৪ সালে।
১২.আদমশুমারী কত বছর পর পর অনুষ্ঠিত হয়?
-১০ বছর।

সর্বাধিক জনসংখ্যার দেশ
দেশ – জনসংখ্যা – বৃদ্ধির হার (%)
চীন – ১৪২ কোটি ১ লাখ – ০.৫
ভারত – ১৩৬ কোটি ৮৭ লাখ – ১.২
যুক্তরাষ্ট্র – ৩২ কোটি ৯১ লাখ – ০.৭
ইন্দোনেশিয়া – ২৬ কোটি ৯৫ লাখ – ১.২
ব্রাজিল – ২১ কোটি ২৪ লাখ -০.৮
পাকিস্তান – ২০ কোটি ৪৬ লাখ – ২.০
নাইজেরিয়া – ২০ কোটি ১০ লাখ – ২.৬
বাংলাদেশ – ১৬ কোটি ৮১ লাখ – ১.১
রাশিয়া – ১৪ কোটি ৩৯ লাখ – ০.১
মেক্সিকো – ১৩ কোটি ২৩ লাখ – ১.৩

জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ
রাষ্ট্র – জনসংখ্যা
ভ্যাটিকান সিটি – ৮০০ জন
নাউরু – ৯,৫৪০ জন
টুভ্যালু – ১০,৮৬৯ জন
পালাউ – ২১,২৬৫ জন
সান ম্যারিনো – ৩৩,০২০ জন
লিচটেনস্টাইন – ৩৭,৬২৪ জন
মোনাকো – ৩৭,৮০০ জন
সেন্ট কিটস অ্যান্ড নেভিস – ৫১,৯৩৬ জন
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1731 Views
    by shihab
    0 Replies 
    412 Views
    by shanta
    0 Replies 
    2233 Views
    by bdchakriDesk
    0 Replies 
    493 Views
    by Romana
    0 Replies 
    99 Views
    by rana

     ক্যালডীয় সভ্যতার স্থপতি –নেবুচাঁদনেজার। […]

    বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?-উঃ ঢা[…]

     ব্যাসবাক্যের অপর নাম কি?-উঃ বিগ্রহবাক্য।  সমাস […]

     প্রভাবতী সম্ভাবষণ কার রচনা ?-উঃ ঈশ্বরচন্দ্র বিদ্[…]