Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4236
প্রেসিডেন্ট
১.বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-ইসাবেলা পেরন।
২.ইউরোপের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত নারী প্রেসিডেন্টের নাম কী?
-ভিগদিস ফিনবোগাদস্তির (আইসল্যান্ড)।
৩.বিশ্বের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্টের নাম কী?
-মেঘবতী সুকর্ণপুত্রী।
৪.এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-কোরাজন একুইনো।
৫.ভারতের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-প্রতিভা পাতিল।
৬.আফ্রিকা/লাইবেরিয়ার প্রথম সরাসরি ভোটে নির্বাচিত নারী প্রেসিডেন্টের নাম কী?
-ইলেন জনসন সারলিফ।
৭.দক্ষিণ এশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে?
-চন্দ্রিকা কুমারাতুঙ্গা।

প্রধানমন্ত্রী
১.বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
-শ্রীমাভো বন্দরনায়েকে।
২.বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী কে?
-বেনজির ভুট্টো, পাকিস্তান।
৩.ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কি?
-ইন্দিরা গান্ধী।
৪.তুরস্কের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ছিলেন?
-তানসু সিলার।

স্পিকার
১.বিশ্বের প্রথম নারী স্পিকার কে?
-ওলগ রুডার জিনেক, অস্ট্রিয়া।
২.যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্পিকার কে?
-ন্যান্সি পেলোসিও।
৩.মুসলিম বিশ্বের প্রথম নারী স্পিকার কে?
-ফাহমিদা মির্জা।

বর্তমানে ক্ষমতাসীন রানী
দেশ – ক্ষমতাসীন রানী – নির্বাচিত হন
যুক্তরাজ্য – দ্বিতীয় এলিজাবেথ – ৬ ফেব্রুয়ারী ১৯৫২
ডেনমার্ক – দ্বিতীয় মার্গারেট – ১৪ জানুয়ারি ১৯৭২

বিশ্বে মুসলিম নারী প্রেসিডেন্ট
দেশ – নাম – নির্বাচিত হন
ইন্দোনেশিয়া – মেঘবতী সুকর্ণপুত্রী – ২৩ জুলাই ২০০১
কসোভো – আতিফেত জাহজাগা – ৭ এপ্রিল ২০১১
মরিশাস – আমিনা ফিরদৌস গারিব – ৫ জুন ২০১৫
সিঙ্গাপুর – হালিমা ইয়াকুব – ১৪ সেপ্টেম্বর ২০১৭
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]