- Tue Nov 10, 2020 4:04 pm#4220
১.গিরিপথ কি?
-পার্বত্য অঞ্চলে পর্বতশ্রেণির মধ্যবর্তী সংকীর্ণ ও অনুচ্চ পথকে গিরিপথ বলে।
২.খাইবার গিরিপথ কোথায় অবস্থিত?
-পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে।
৩.আফগানিস্তানের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র মহাসড়কটির নাম কি?
-সালান গিরিপথ।
৪.সেন্ট বার্নার্ড গিরিপথ কোথায়?
-সুইস আল্পস (সুইজারল্যান্ড)।
একনজরে গিরিপথ
নাম – উচ্চতা – অবস্থান
আলপাইন – ৪১৩০ – সুইজারল্যান্ড
সেন্ট বার্নার্ড – ২৪৬৯ – সুইজারল্যান্ড
সেন্ট গোথার্ড – ২১১৫ – সুইজারল্যান্ড
সিম্পলন – ২০১০ – সুইজারল্যান্ড
বোলান – ১৭৯২ – পাকিস্তান
শিপকা – ১৩১১ – বুলগেরিয়া
খাইবার – ১১৮০ – পাকিস্তান ও আফগানিস্তান
বিশ্বের মরুভূমি
১.বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি?
-সাহারা মরুভূমি।
২.সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
-আফ্রিকা।
৩.সাহারা কোন ধরণের মরুভূমি?
-খূব উষ্ণ মরুভূমি।
৪.সাহারা মরুভূমিকে কার দু:খ বলা হয়?
-আফ্রিকার।
৫.থর মরুভূমি কোন ধরণের মরুভূমি?
-উষ্ণ মরুভূমি।
৬.লুবিয়ান মরুভূমির আয়তন কত?
-২,৫৯,০০ বর্গকিলোমিটার
৭.গোবি কি?
-একটি মরুভূমির নাম।
৮.গোবি কোন দেশের মরুভূমির নাম?
-মঙ্গোলিয়া ও চীন।
৯.গ্রেট আমেরিকান কী?
-একটি মরুভূমি।
বিশ্বের মরুভূমি
নাম – আয়তন (বর্গমাইল)
সাহারা মরুভূমি – ৩৩,২০,০০০
আরব মরুভূমি – ৯,০০,০০০
কোলাহারি – ৩,৬০,০০০
গ্রেট ভিক্টোরিয়া – ২,৫০,০০০
সিরিয়ান মরুভূমি – ২,০০,০০০
চিহুহুয়ান – ১,৭৫,০০০
সোনোরা – ১,২০,০০০
থর – ৭৭,০০০
গিবসন – ৬০,০০০
-পার্বত্য অঞ্চলে পর্বতশ্রেণির মধ্যবর্তী সংকীর্ণ ও অনুচ্চ পথকে গিরিপথ বলে।
২.খাইবার গিরিপথ কোথায় অবস্থিত?
-পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে।
৩.আফগানিস্তানের উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র মহাসড়কটির নাম কি?
-সালান গিরিপথ।
৪.সেন্ট বার্নার্ড গিরিপথ কোথায়?
-সুইস আল্পস (সুইজারল্যান্ড)।
একনজরে গিরিপথ
নাম – উচ্চতা – অবস্থান
আলপাইন – ৪১৩০ – সুইজারল্যান্ড
সেন্ট বার্নার্ড – ২৪৬৯ – সুইজারল্যান্ড
সেন্ট গোথার্ড – ২১১৫ – সুইজারল্যান্ড
সিম্পলন – ২০১০ – সুইজারল্যান্ড
বোলান – ১৭৯২ – পাকিস্তান
শিপকা – ১৩১১ – বুলগেরিয়া
খাইবার – ১১৮০ – পাকিস্তান ও আফগানিস্তান
বিশ্বের মরুভূমি
১.বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি?
-সাহারা মরুভূমি।
২.সাহারা মরুভূমি কোন মহাদেশে অবস্থিত?
-আফ্রিকা।
৩.সাহারা কোন ধরণের মরুভূমি?
-খূব উষ্ণ মরুভূমি।
৪.সাহারা মরুভূমিকে কার দু:খ বলা হয়?
-আফ্রিকার।
৫.থর মরুভূমি কোন ধরণের মরুভূমি?
-উষ্ণ মরুভূমি।
৬.লুবিয়ান মরুভূমির আয়তন কত?
-২,৫৯,০০ বর্গকিলোমিটার
৭.গোবি কি?
-একটি মরুভূমির নাম।
৮.গোবি কোন দেশের মরুভূমির নাম?
-মঙ্গোলিয়া ও চীন।
৯.গ্রেট আমেরিকান কী?
-একটি মরুভূমি।
বিশ্বের মরুভূমি
নাম – আয়তন (বর্গমাইল)
সাহারা মরুভূমি – ৩৩,২০,০০০
আরব মরুভূমি – ৯,০০,০০০
কোলাহারি – ৩,৬০,০০০
গ্রেট ভিক্টোরিয়া – ২,৫০,০০০
সিরিয়ান মরুভূমি – ২,০০,০০০
চিহুহুয়ান – ১,৭৫,০০০
সোনোরা – ১,২০,০০০
থর – ৭৭,০০০
গিবসন – ৬০,০০০