Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4219
১.সুয়েজ খাল নিয়ন্ত্রণ করে কোন সংস্থা?
-সুয়েজ খাল কর্তৃপক্ষ।
২.সুয়েজ খালের দুপাশে কোন কোন বন্দর অবস্থিত?
-পোর্ট সৈয়দ ও সুয়েজ বন্দর।
৩.সুয়েজ খাল খনন করেন কে?
-ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্দ দ্য লিসেপস।
৪.সুয়েজ খাল ভূমধ্যসাগরের কোন সাগরের সাথে যুক্ত হয়েছে?
-লোহিত সাগর।
৫.সুয়েজ খাল খনন শুরু হয় কবে?
-২৫ এপ্রিল ১৮৬৯ সালে।
৬.সুয়েজ খাল নৌ চলাচলের জন্য প্রথম খুলে দেয়া হয় কবে?
-১৭ নভেম্বর ১৮৬৯।
৭.সুয়েজখাল কবে, কোন দেশ জাতীয়করণ করে?
-২৬ জুলাই ১৯৫৬, মিশর।
৮.কোন যুদ্ধের ফলে সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়?
-আরব-ইসরাইল যুদ্ধ।
৯.সুয়েজ খাল সর্বশেষ কবে খূলে দেয়া হয়?
-৫ জুন ১৯৭৫ সালে।
১০.সুয়েজ খাল কোন সময়কাল পর্যন্ত বন্ধ ছিল?
-৫ জুন ১৯৬৭-৫ জুন ১৯৭৫।
১১.ইউরোপ ও আমেরিকার বাণিজ্যিক জাহাজগুলো কোন পথ দিয়ে যাতায়াত করে?
-সুয়েজ খাল দিয়ে।
১২.সুয়েজ খাল খননের ফলে এশিয়ার সাথে যাতায়াত সহজ হয়েছে কোন দেশের?
-ইউরোপের।
১৩.সুয়োজ খাল কোন দুটি সাগরকে সংযোজিত করে?
-লোহিত সাগর ও ভূ-মধ্যসাগর।
১৪.কোন দেশ পানামা খাল খনন করে?
-যুক্তরাষ্ট্র।
১৫.বণভূমি কেটে কোন খাল তৈরি করা হয়?
-পানামা খাল।
১৬.পানামা খাল ব্যবহারকারী প্রধান দেশ কোনটি?
-যুক্তরাষ্ট্র।
১৭.পানামা খালকে কোন মহাসাগরের প্রবেশদ্বার বলা হয়?
-প্রশান্ত মহাসাগরের।
১৮.পানামা খাল কোথায় অবস্থিত?
-মধ্য আফ্রিকার দেশ পানামায়।
১৯.পানামা খাল কবে হস্তান্তর করা হয়?
-১৫ ডিসেম্বর ১৯৯৯ সালে।
২০.পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম খাল কোনটি?
-গ্র্যান্ড খাল, চীন।
২১.কিয়েল খাল কোন দুটি দেশের সীমান্তে অবস্থিত?
-জার্মানি ও ডেনমার্ক।
২২.গ্র্যান্ড খাল অন্য কি নামে পরিচিত?
-বেইজিং -হাংজু গ্রান্ড খাল।

    কমিশনারের কার্যালয়ের অধীন কর অঞ্চল–১৮, ঢাকা[…]

    সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক জাতী[…]

    পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তিঃ সর্বশেষ এমপিও নীতিমালায[…]

    সংগীত বিভাগের ০২ (দুই) টি স্থায়ী প্রভাষক-এর শূন্য[…]