Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4201
আফ্রিকান ইউনিয়ন (AU)
১.AU এর পূর্ণরূপ কী?
=African Union.
২.আফ্রিকান ইউনিয়নের পূর্বনাম কী?
=আফ্রিকান ঐক্য সংস্থা।
৩.আফ্রিকান ঐক্য সংস্থা কবে প্রতিষ্ঠা লাভ করে?
=২৫ মে ১৯৬৩ সালে।
৪.আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় কবে?
=৯ জুলাই ২০০২।
৫.আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
=আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
৬.প্রতিষ্ঠাকালীন সময়ে আফ্রিকান ঐক্য সংস্থার সদস্য সংখ্যা কত ছিল?
=৩২টি।
৭.আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি?
=৫৫টি।
৮.আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
=দক্ষিণ সুদান।
৯.প্রতিষ্ঠাকালীন সদস্য মরক্কো কবে আফ্রিকান ইউনিয়ন ত্যাগ করেছিল?
=১২ নভেম্বর ১৯৮৪ সালে।
১০.মরক্কো কি কারণে আফ্রিকান ইউনিয়ন ত্যাগ করেছিল?
=পশ্চিম সাহারা সদস্যপদ লাভের কারণে।

উপসাগরীয় সহযোগীতা সংস্থা (GCC)
১.GCC এর পূর্নরূপ কি?
=Gulf Cooperation Council.
২.GCC’র কবে প্রতিষ্ঠিত হয়?
=২৫ মে ১৯৮১ সালে।
৩. GCC এর সদস্য দেশ কয়টি?
=৬টি।
৪. GCC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
=রিয়াদ, সৌদি আরব।
৫. GCC ’র বর্তমান মহাসচিব কে?
=লতিফ বিন রশিদ আল জায়ানি, বাহরাইন।

সিআইএস (CIS)
১.CIS এর পূর্ণরূপ কী?
=Commonwealth of Independent State.
২. CIS প্রতিষ্ঠিত হয় কবে?
=৮ ডিসেম্বর ১৯৯১ সালে।
৩. CIS এর সদর দপ্তর কোথায়?
=মিনস্ক।
৪. CIS এর সদস্য সংখ্যা কত?
=৯টি।
৫.জর্জিয়া CIS ত্যাগ করে কবে?
=১৭ আগস্ট ২০০৯।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2123 Views
    by tamim
    0 Replies 
    1735 Views
    by raja
    0 Replies 
    1666 Views
    by mousumi
    0 Replies 
    2124 Views
    by kajol
    0 Replies 
    1803 Views
    by raihan

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]