Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4197
ভুট্টা
১.ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে কোন দেশ প্রথম?
=যুক্তরাষ্ট্র।
২.পৃথিবীর প্রধান ভুট্টা আমদানিকারক দেশ কোনটি?
=জাপান।
৩.বিশ্বে বার্ষিক ভুট্টা উৎপাদনের পরিমাণ কত?
=৬০,০৭,২১,০০০ মেট্রিক টন।
৪.ভুট্টা থেকে পাওয়া কর্ন সিরাপে কি থাকে?
=গ্লকোজ এবং মল্টোজ।

চা
১.চা’র উৎপত্তি কোন দেশে?
=চীনে।
২.পৃথিবীর প্রায় সমুদয় পণ্যের মধ্যে এশিয়া মহাদেশে উৎপন্ন হয় কোনটি?
=চা।
৩.ভারতীয় উপমহাদেশের বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় কখন?
=১৮১৮-১৮৩৪ সালে।
৪.ব্রিটিশরা বাংলাদেশে চা চাষ শুরু করে কবে?
=১৮৫৭ সালে।
৫.বিশ্বে চা পানে শেীর্ষ দেশ কোনটি?
=চীন।
৬.বিশ্বে চা উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
=চীন।
৭.বিশ্বে চা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
=চীন।
৮.বিশ্বে চা আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
=যুক্তরাষ্ট্র।

পাট
১.বিশ্ব পাট সংস্থার নাম কী?
=International Jute study Group (IJSG)
২. IJSG-এর প্রধান কার্যালয় কোথায়?
=ঢাকা, বাংলাদেশ।
৩.আধুনিক পাট শিল্পের উৎপত্তি ঘটে কখন?
=ঊনিশ শতকের মাঝামাঝি সময়ে।
৪.বিশ্বের প্রধান পাট উৎপাদনকারী দেশের নাম কি?
=ভারত।
৫.পাট রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
=বাংলাদেশ
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    439 Views
    by apple
    0 Replies 
    514 Views
    by rafique
    0 Replies 
    335 Views
    by masum
    0 Replies 
    356 Views
    by shanta
    0 Replies 
    447 Views
    by rana

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]