- Sun Nov 08, 2020 10:57 am#4167
১.দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে?
=১ সেপ্টেম্বর ১৯৩৯।
২.দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল?
=জার্মানির নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব।
৩.দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় কাদের মধ্যে?
=অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যে।
৪.দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি কারা?
=ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ।
৫.দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ‘জাপান, জার্মানি ও ইতালি’ শক্তিকে একত্রে কি বরা হয়?
=অক্ষশক্তি।
৬.দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে?
=রাশিয়াকে।
৭.জার্মানির বিরূদ্ধে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে কবে?
=১৩ সেপ্টেম্বর ১৯৩৯।
৮.ইতালি অক্ষশক্তিতে যুক্ত হয় কবে?
=১১ জুন ১৯৪০ সালে।
৯.হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে কবে?
=২২ জুন ১৯৪১ সালে।
১০.জাপান পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌ-ঘাটি আক্রমণ করে কবে?
=৭ ডিসেম্বর ১৯৪১ সালে।
১১.দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কবে সরাসরি যুদ্ধে যোগদান করে?
=৮ ডিসেম্বর ১৯৪১ সালে।
১২.জার্মানি যুক্তরাষ্ট্রের বিরূদ্ধে যুদ্ধ ঘোষণা করে কবে?
=১১ ডিসেম্বর ১৯৪১ সালে।
১৩.ডি-ডে কবে?
=৬ জুন ১৯৯৪ সালে।
১৪.জাপান আত্মসমর্পণ করে কবে?
=১৪ আগস্ট ১৯৪৫ সালে।
১৫.দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নিকট জার্মানি আত্মসমর্পণ করে কবে?
=৭ মে ১৯৪৫ সালে।
১৬.আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে কবে?
=২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে।
১৭.দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল কোন দেশ?
=বেলজিয়াম।
১৮.দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ অধিনায়ক কে ছিলেন?
=ফিল্ড মার্শাল মন্টোগোমারি।
১৯.ডেসার্ট ফক্স নামে কে পরিচিত?
=ফিল্ড মার্শাল রোমেল।
২০.দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া কোন দেশের অধীন ছিল?
=জাপান।
২১.দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কোন দেম হলোকোস্ট-এর সাথে জড়িত?
=জার্মানি।
=১ সেপ্টেম্বর ১৯৩৯।
২.দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল?
=জার্মানির নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব।
৩.দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় কাদের মধ্যে?
=অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যে।
৪.দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিত্রশক্তি কারা?
=ব্রিটেন, ফ্রান্স, বেলজিয়াম, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ।
৫.দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ‘জাপান, জার্মানি ও ইতালি’ শক্তিকে একত্রে কি বরা হয়?
=অক্ষশক্তি।
৬.দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে?
=রাশিয়াকে।
৭.জার্মানির বিরূদ্ধে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে কবে?
=১৩ সেপ্টেম্বর ১৯৩৯।
৮.ইতালি অক্ষশক্তিতে যুক্ত হয় কবে?
=১১ জুন ১৯৪০ সালে।
৯.হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে কবে?
=২২ জুন ১৯৪১ সালে।
১০.জাপান পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌ-ঘাটি আক্রমণ করে কবে?
=৭ ডিসেম্বর ১৯৪১ সালে।
১১.দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কবে সরাসরি যুদ্ধে যোগদান করে?
=৮ ডিসেম্বর ১৯৪১ সালে।
১২.জার্মানি যুক্তরাষ্ট্রের বিরূদ্ধে যুদ্ধ ঘোষণা করে কবে?
=১১ ডিসেম্বর ১৯৪১ সালে।
১৩.ডি-ডে কবে?
=৬ জুন ১৯৯৪ সালে।
১৪.জাপান আত্মসমর্পণ করে কবে?
=১৪ আগস্ট ১৯৪৫ সালে।
১৫.দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নিকট জার্মানি আত্মসমর্পণ করে কবে?
=৭ মে ১৯৪৫ সালে।
১৬.আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে কবে?
=২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে।
১৭.দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল কোন দেশ?
=বেলজিয়াম।
১৮.দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ অধিনায়ক কে ছিলেন?
=ফিল্ড মার্শাল মন্টোগোমারি।
১৯.ডেসার্ট ফক্স নামে কে পরিচিত?
=ফিল্ড মার্শাল রোমেল।
২০.দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া কোন দেশের অধীন ছিল?
=জাপান।
২১.দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে কোন দেম হলোকোস্ট-এর সাথে জড়িত?
=জার্মানি।