Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4142
১.বিশ্বের শীর্ষ শিল্পপ্রধান দেশ কোনটি?
=যুক্তরাষ্ট্র।
২.ঘড়ি শিল্পের জন্য পৃথিবীর বিখ্যাত কোন শহর?
=জেনেভা (সুইজারল্যান্ড)।
৩.কাচশিল্পে বিশ্বে শীর্ষ কোন দেশ?
=চীন।
৪.টিন রপ্তনিতে শীর্ষ দেশ কোনটি?
=ইন্দোনেশিয়া।
৫.রাসায়নিক সারের কাচামাল হিসেবে ব্যবহৃত হয় কোন সার?
=নাইট্রেট, পটাশ ও ফসফরাস।
৬.কোন শহর পাট শিল্পের জন্য বিখ্যাত?
=ড্যান্ডি।
৭.জাহাজ নির্মাণ শিল্পে শীর্ষ দেশ কোনটি?
=দক্ষিণ কোরিয়া।
৮.কারা, কোথায় মুদ্রণশিল্পকে প্রযুক্তি হিসেবে সর্বপ্রথম চালু করে?
=পর্তুগিজগণ, ভারত।
৯.প্রথম মুদ্রণ শিল্প প্রতিষ্ঠিত হয় কোথায়?
=গোয়া, ভারত।
১০.বাংলার মুদ্রণ যন্ত্র প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়?
=হুগলি; ১৭৭৮ সালে উইকিন্স স্থাপন করেন।
১১.বর্তমানে বাংলাদেশের ভূখন্ডে প্রথম কবে, কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
=১৮৪৭-৪৮ সালে, রংপুর।
১২.ঢাকায় প্রথম কে ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
=আলেকজান্ডার ফরবেখ (ঢাকা প্রেস)।

শিল্পজাত দ্রব্য উৎপাদনে শীর্ষ দেশ
শিল্পজাত দ্রব্য – উৎপাদনে শীর্ষ দেশ
কাগজ – যুক্তরাষ্ট্র
পশম বয়ন – চীন
লৌহ ও ইস্পাত – চীন
ফসফেট সার – যুক্তরাষ্ট্র
কার্পাস বয়ন – ভারত

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]