Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4130
১.বিশ্বে সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?
=যুক্তরাষ্ট্র।
২.সর্বোচ্চ সংখ্যক সামরিক বাহিনীর দেশ কোনটি?
=চীন।
৩.রেভল্যুশনারি গার্ড কোন দেশের সেনাবাহিনী?
=ইরান।
৪.ভ্যাটিকান সিটির বিশেষ নিরাপত্তা বাহিনীর নাম কি?
=সুইস গার্ড।
৫.এফ-১৬ কোন দেশের জঙ্গি বিমান?
=যুক্তরাষ্ট্র।
৬.’বি-৫২’ কোন দেশের বোমারু বিমান?
=যুক্তরাষ্ট্র।
৭.মিগ কোন দেশের জঙ্গি বিমান?
=রাশিয়া।
৮.রাশিয়ার সাবমেরিন কুরস্ক কবে ডুবে যায়?
=১২ আগস্ট ২০০০।
৯.ডেইলি কার্টার কি?
=যুক্তরাষ্ট্রের বিশাল আকৃতির এক ধরনের বোমা।
১০.ডেইলি কার্টার এর সামরিক নাম কি?
=বিএলইউ ৮২ বি কমান্ডো ভল্ড বা বিগ ব্ল ৮২।
১১.ব্রিটেনের বৃহত্তম সাবমেরিনের নাম কি?
=HMS Astute (S119) ।
১২.শতবর্ষব্যাপী যুদ্ধ কোন দেশের মধ্যে সংগঠিত হয়?
=ব্রিটেন ও ফ্রান্স।
১৩.আমেরিকার চালকবিহীন গোয়েন্দা বিমান স্টিলথ ড্রোন টি কি?
=বোমারু বিমান চালিত।
১৪.পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র কি কাজে ব্যবহার করা হয়?
=আক্রমণকারী ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য।
১৫.স্যান্ডাহার্স্ট কী?
=সামরিক একাডেমি।
১৬.ভারত মহাসাগরে ফ্রান্সের সামরিক ঘাটি কোথায়?
=রিইউনিয়ন দ্বীপ।
১৭.ড্রোন কি?
=চালকবিহীন বিমান।

যে দেশে সামরিক বাহিনী নেই
অ্যান্ডোরা, কোস্টারিকা, ডোমিনিকা, গ্রানাডা, কিরিবাতি, লিচটেনস্টাইন, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, নাউরু, পালাউ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স, সামোয়া, সলোমন, দ্বীপপুঞ্জ, টুভ্যালু, ভ্যাটিকান সিটি।
যে দেশে সেনাবহিনী নেই
হাইতি, আইসল্যান্ড, মরিশাস, মোনাকো, পানামা, মালদ্বীপ, ভানুয়াতু।

বিভিন্ন দেশের ক্ষেপণাস্ত্র
দেশ – ক্ষেপনাস্ত্রের নাম
পাকিস্তান – হাতফ, শাহীন, ঘোরী, আবদালী, বখতার
ভারত – অগ্নি, পৃথ্বী, নাগ, আকাশ, ত্রিশূল
ইরান – শাহাব, শাহীন, ফজরম জেলজাল
উত্তর কোরিয়া – তায়েপোডং, নোডোং
দক্ষিণ কোরিয়া – হিউনমো
রাশিয়া – আর এস-২৪, স্ট্রেলা
যুক্তরাষ্ট্র – টমা হক
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    154 Views
    by raihan
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]