Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4126
১.বে কি?
=তিন দিক স্থলদ্বারা বেষ্টিত পানি রাশিকে বে বা উপসাগর বলা হয়।
২.পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত?
=বাহরাইন দ্বীপ।
৩.হরমুজ প্রণালী কোথায় অবস্থিত?
=ওমান উপসাগর ও পারস্য উপসাগরের মধ্যে।
৪.কোন নদীর বয়ে আনা পানির প্রভাবে উপসাগরীয় স্রোতের সৃষ্টি হয়েছে?
=মিসিসিপি।
৫.উপসাগরীয় স্রোতের বর্ণ কী?
=গাঢ় নীল
৬.বিশ্বের বৃহত্তম উপসাগর কোনটি?
=মেক্সিকো উপসাগর।
৭.হাডসন উপসাগর কোথায় অবস্থিত?
=কানাডায়।
৮.আলাস্কা উপসাগর কোন মহাদেশে অবস্থিত?
=উত্তর আমেরিকা।
৯.ব্যাফিন উপসাগর কোথায় অবস্থিত?
=কানাডা ও গ্রিনল্যান্ড দ্বীপের মধ্যবর্তী স্থানে।
১০.বুথিয়া উপসাগর কোথায় অবস্থিত?
=কানাডায়।

কয়েকটি বিখ্যাত উপসাগর
নাম – আয়তন (বর্গ কি.মি)
বঙ্গোপসাগর – ২২,০০,০০০
মেক্সিকো উপসাগর- ১৫,৪২,৯৮৫
হাডসন উপসাগর – ১২,৩২,৩০০
পারস্য উপসাগর – ২,৩৭,৭৬০

রাষ্ট্রীয় সমুদ্রসীমা
ক্যাটাগরি – ভিত্তিরেখা থেকে দূরত্ব
রাষ্ট্রীয় সমুদ্র জলসীমা – ১২ নটিক্যাল মাইল/ ১৩.৮১ মাইল/ ২২.২২৪ কিমি
সন্নিহিত এলাকা – ২৪ নটিক্যাল মাইল/২৭.৬২ মাইল/৪৪.৪৪৮ কিমি
একান্ত অর্থনৈতিক অঞ্চল – ২০০ নটিক্যাল মাইল/২৩০.১৬ নটিক্যাল মাইল/ ৩৭০.৪ কিমি
মহীসোপান* - ৩৫০ নটিক্যাল মাইল/ ৪০২.৭৭ মাইল/ ৬৪৮.২ কিমি
মহীসোপান সর্বোচ্চ ৩৫০ নটিক্যাল মাইল হতে পারবে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    6535 Views
    by rafique
    0 Replies 
    2235 Views
    by rajib
    0 Replies 
    5139 Views
    by rafique
    0 Replies 
    4132 Views
    by masum
    0 Replies 
    4399 Views
    by shanta

    নারী যে নারী প্রিয় কথা বলে-- প্রিয়ংবদা যে নারী[…]

    খোলস / চামড়া / শাবক হরিণের চামড়ার আসন-- অজিনাসন[…]

    ইচ্ছা হনন / হত্যা করার ইচ্ছা-- জিঘাংসা জানবার ইচ[…]

    ডাক অশ্বের ডাক-- হ্রেষা ময়ূরের ডাক-- কেকা বাঘে[…]