Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4113
১.অলিম্পিক মিউজিয়াম কোথায় অবস্থিত?
=লুজান, সুইজারল্যান্ড।
২.অলিম্পিক মিউজিয়াম উদ্বোধন করা হয় কবে?
=২৩ জুন ১৯৯৩।
৩.অলিম্পিক মিউজিয়ামের স্থপতি কে?
=পেদ্রো রামিরেজ (মেক্সিকো) ও জিনিপিয়ের কাহেন (সুইজারল্যান্ড)।
৪.ব্রিটিশ মিউজিয়ামের প্রতিষ্ঠা কবে?
=১৯৫৩ সালে (লন্ডন,ব্রিটেন)।
৫.বব্রিটিশ মিউজিয়াম উন্মোক্ত করা হয় কবে?
=১৫ জানুয়ারি ১৭৫৯।
৬.এশিয়ার প্রথম জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত?
=টোকিও, জাপান।
৭.লিলিসলিফ জাদুঘর কোথায় অবস্থিত?
=জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা।
৮.লুভ্যর মিউজিয়ামের প্রতিষ্ঠা কবে?
=১৭৯৩ সালে।
৯.লুভ্যর মিউজিয়াম কোথায় অবস্থিত?
=প্যারিস, ফ্রান্স।
১০.লুভ্যর মিউজিয়াম উন্মোক্ত করা হয় কবে?
=১০ আগস্ট ১৭৯৩।
১১.লিওনার্দো দ্য ভিঞ্চির ’মোনালিসা’ চিত্রকর্মটি কোথায় রয়েছে?
=লুভ্যর মিউজিয়ামে।
১২.মাদাম তুসোর জাদুঘর কোথায় অবস্থিত?
=লন্ডন, ব্রিটেন।
১৩.মাদাম তুসোর জাদুঘর প্রতিষ্ঠিত হয় কবে?
=১৮৮৪ সালে।
১৪.মাদাম তুসোর জাদুঘরের পরিকল্পক ও নির্মাতা কে?
=ফরাসি নাগরিক মারি তুসো।
১৫.মাদাম তুসোর জাদুঘরের মূর্তিগুলো কিসের তৈরি?
=মোমের।

বিখ্যাত জাদুঘর
জাদুঘর – অবস্থান
দ্য ব্রিটিশ মিউুজয়াম – লন্ডন, যুক্তরাজ্য
আমেরিকার মিউজিয়াম অব নেচারাল হিস্ট্রি – নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ভিক্টোরিয়িাল অ্যালবার্ট মিউজিয়াম – লন্ডন, যুক্তরাজ্য
স্টেট গ্যালারি – লন্ডন, যুক্তরাজ্য
দ্য কারনাভেল্ট মিউজিয়াম – প্যারিস, ফ্রান্স
দ্য গিমে মিউজিয়াম – প্যারিস, ফ্রান্স
অলিম্পিক মিউজিয়াম – লুজান, সুইজারল্যান্ড
দ্য ট্রেটিয়াকভ স্টেট গ্যালারি – মস্কো, রাশিয়া
ইম্পেরিয়াল হাউসহোল্ড মিউজিয়াম – টোকিও, জাপান
দ্য পুশকিন স্টেট মিউজিয়াম অব ফাইন আর্টস – মস্কো, রাশিয়া
তক্ষশীলা মিউজিয়াম – রাওয়ালপিন্ডি, পাকিস্তান
স্টেট মিউজিয়াম – আমস্টারডাম, নেদারল্যান্ডস
মিউজিয়াম অব চাইনিজ আর্টস – বেইজিং, চীন

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]