Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4090
১.বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
=সৌদি আরব।
২.বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
=চীন।
৩.বিশ্বে তেল উত্তোলন শীর্ষ দেশ কোনটি?
=যুক্তরাষ্ট্র।
৪.বিশ্বে তেল রিজার্ভে শীর্ষ দেশ কোনটি?
=ভেনিজুয়েলা।
৫.সৌদি অ্যারামকো প্রতিষ্ঠিত হয় কবে?
=১৯৩৩ সালে।
৬.বিশ্বে আয়ে শীর্ষ তেল কোম্পানির নাম কি?
=এক্সন মবিল কর্পোরেশন, যুক্তরাষ্ট্র।
৭.আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর তেল অবরোধ করে কবে?
=১৯৭৩ সালে।

তেল আমদানিতে শীর্ষ দেশ
দেশ – পরিমাণ [ব্যারেল/দৈনিক]
চীন – ১,৪০,৬০,০০০
যুক্তরাষ্ট্র – ৭৯,০০,০০০
ভারত – ৫১,২৩,০০০
জাপান – ৩৪,৪১,০০০
দক্ষিণ কোরিয়া – ২৯,৪৯,০০০

তেল উৎপাদনে শীর্ষ দেশ
যুক্তরাষ্ট্র – ৮,০৬,২২,০০০
সৌদি আরব – ১,১১,১৩,৭১০
রাশিয়া – ১,০৮,০০,০০০
ইরাক – ৪৪,৫১,৫০৬
ইরান – ৩৯,৯০,৯৫৬

তেল ব্যবহারে শীর্ষ দেশ
যুক্তরাষ্ট্র – ৯,৯৫,৫৮,০০০
চীন – ১,৩২,২৬,০০০
ভারত – ৪৬,৯০,০০০
জাপান – ৩৯,৮৮,০০০
সৌদি আরব – ৩৯,১৮,০০০

তেল রপ্তানীতে শীর্ষ দেশ
সৌদি আরব – ৮৩,০০,০০০
রাশিয়া – ৫২,২৫,০০০
ইরাক – ৩৮,০০,০০০
যুক্তরাষ্ট্র – ৩৭,৭০,০০০
কানাডা – ৩৫,৯৬,৬৯০

তেল মজুদে শীর্ষ দেশ
ভেনিজুয়েলা – ৩,০০,৮৭৮
সৌদি আরব – ২,৬৬,৪৫৫
কানাডা – ১,৬৯,৭০৯
ইরান – ১,৫৮,৪০০
ইরাক – ১,৪২,৫০৩
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    231 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]