Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4075
১.লাভা কাকে বলে?
=আগ্নেয়গিরি থেকে অগ্ন্যৎপাতের সময় নি:সৃত গলিত বা অর্ধগলিত সিলিকেটময় পদার্থকে লাভা বলে।
২.লাভা ক্রমাগত ফাটল বা উদগিরণ মুখের চারদিকে জমা হয়ে যে উঁচু ভূমিরূপের সৃষ্টি করে তাকে কি বলে?
=আগ্নেয়গিরি।
৩.বিশ্বের সর্ববৃহৎ আগ্নেয়গিরির জ্বালামুখ কোথায় অবস্থিত এবং এটির নাম কি?
=ইন্দোনেশিয়ায়, টোবা।
৪.হাওয়াই দীপপুঞ্জ কোথায় অবস্থিত?
=যুক্তরাষ্ট্রে।
৫.আতিতলাম কোন ধরনের আগ্নেয়গিরি?
=সক্রিয় আগ্নেয়গিরি।
৬.আগ্নেয়গিরিকে কয় ভাগে ভাগ করা যায়?
=৩ ভাগে।

বিশ্বের সর্বোচ্চ আগ্নেয়গিরি
আগ্নেয়গিরি – উচ্চতা (মি.) – অবস্থান
ওডসডেল স্যালাডো – ৬,৮৮৭ – চিলি
নাসিমিন্টো ডি জ্যান্ডল – ৬,৮৫৮ – আন্দিজ
সেরো নেগ্রো – ৬,৮০০ – আন্দিজ
লুল্ল্যাইল্ল্যাকো – ৬,৭৯৩ – চিলি
নিভাদো ডি ট্রিজ ক্রসিস – ৬,৭৮৮ – আন্দিজ
ভ্যালাডিরো – ৬,৭১৪ – আন্দিজ
টিপান – ৬,৬৬০ – আর্জেন্টিনা
নিভাদো ডি ইনক্যাহুসী – ৬,৬১০ – আন্দিজ
সাজামা – ৬,৫৪২ – আন্দিজ
সেরো ইল কনডোর – ৬,৫৩২ – আর্জেন্টিনা

বিশ্বের কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি
আগ্নেয়গিরি – দেশ
আতিতলাম – গুয়েতেমালা
ফুয়েগো – গুয়েতেমালা
ইরাজু – কোস্টারিকা
রাউঙ্গ – ইন্দোনেশিয়া
ইচিনিস্কিয়া – রাশিয়া
র‌্যাঙ্গেল – যুক্তরাষ্ট্র
ইরেবাস – কুমেরু

বিশ্বের কয়েকটি সুপ্ত আগ্নেয়গিরি
আগ্নেয়গিরি – দেশ
কিলিমাঞ্জারো – তানজানিয়া
আপো – ফিলিপাইন
ওয়েলির‌্যাঙ্গ – ইন্দোনেশিয়া
ফুজিয়ামা – জাপান
তমিবোরা – ইন্দোনেশিয়া
পিডিস্কা – ইকুয়েডর
মিস্তি – পেরু

বিশ্বের কয়েকটি মৃত আগ্নেয়গিরি
আগ্নেয়গিরি – দেশ
অ্যাকাঙ্কাগুয়া – আর্জেন্টিনা-চিলি
চিম্বোরাজো – ইকুয়েডর
এলব্রুজ – রাশিয়া
ডেমাসেন্দ – ইরান
পোপা – মিয়ানমার
ওরিজাবা – মেক্সিকো
ক্যানিসিম্বি – কঙ্গো
মিনাকো - কঙ্গো

    প্রবীর মিত্র (১৮ আগস্ট ১৯৪৪১ -৫ জানুয়ারি ২০২৫): র[…]

    এক্সটারনাল-২: বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা […]

    1. Double Fault associated with – Lawn Tenni[…]