Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4074
১.বিশ্বের বৃহত্তম দ্বীপের নাম কি?
=গ্রিনল্যান্ড।
২.গ্রিনল্যান্ড দ্বীপ কোথায় অবস্থিত?
=আর্কটিক-আটলান্টিক মহাসাগরের মধ্যে।
৩.গ্রিনল্যান্ড দ্বীপটির মালিক কোন দেশ?
=ডেনমার্ক।
৪.হনশু দ্বীপ কোন সাগরে অবস্থিত?
=জাপান সাগরে।
৫.মিন্দানাও দ্বীপটি কোথায় অবস্থিত?
=ফিলিপাইন।
৬.মাদাগাস্কার দ্বীপ কোথায় অবস্থিত?
=ভারত মহাসাগরে।
৭.হোক্কাইডো দ্বীপটি কোথায় অবস্থিত?
=জাপান।
৮.অস্ট্রেলিয়াকে কি বলা হয়?
=দ্বীপ মহাদেশ।
৯.দিয়াগো গার্সিয়া দ্বীপ কোথায় অবস্থিত?
=ভারত মহাসাগরে।
১০.জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ন দ্বীপটির নাম কি?
=কুড়িল দ্বীপপুঞ্জ।
১১.মালদ্বীপ কোন সাগরে অবস্থিত?
=ভারত মহাসাগর।
১২.সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
=ইন্দোনেশিয়া।
১৩.ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ হয় কবে?
=১৯৮২ সালে।
১৪.মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে?
=অনেকগুলো দ্বীপ নিয়ে।
১৫.বারমুডা কি?
=একটি প্রধান দ্বীপপুঞ্জ।
১৬.সেন্ট হেলেনা দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
=আটলান্টিক মহাসাগর।
১৭.জাফনা দ্বীপ কোথায় অবস্থিত?
=শ্রীলংকা।
১৮.কোন দেশটি একটি উপ-দ্বীপ?
-কোরিয়া।
১৯.কোন রাষ্ট্রগুলো দ্বীপের সমষ্টি?
=জাপান ও ফিলিপাইন।
২০.পার্ল হারবার কোথায় অবস্থিত?
=হাওয়াই দ্বীপে।
২১.কোন দ্বীপে নেপোলিয়নকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল?
=সেন্ট হেলেনা।
২২.ফ্রান্স সাধারণত কোথায় পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায়?
=মরুরোয়া দ্বীপে।
২৩.মান্নার দ্বীপ কোথায় অবস্থিত?
=শ্রীলংকায়।
২৪.হাওয়াই দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?
=শ্রীলংকায়।
২৫.সবচেয়ে বেশি দ্বীপ দেশের নাম কি?
=ইন্দোনেশিয়া।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    8964 Views
    by rafique
    0 Replies 
    4197 Views
    by rajib
    0 Replies 
    6347 Views
    by rafique
    0 Replies 
    4956 Views
    by masum
    0 Replies 
    5966 Views
    by shanta

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]