- Sun Nov 01, 2020 3:43 pm#4047
১.বিশ্বের কোন দেশের জাতীয় পতাকা প্রাচীনতম?
=ডেনমার্ক।
২.ডেনমার্কের জাতীয় পতাকা গৃহীত হয় কবে?
=১৫ জুন ১২১৯।
৩.বিশ্বের কোন দেশের জাতীয় পতাকা বর্গাকৃতির?
=সুইজারল্যান্ড ও ভ্যাটিকান সিটির।
৪.বিশ্বের কোন দেশের জাতীয় পতাকায় দেশের নাম রয়েছে?
=এল সালভেদর, নিকারাগুয়া ও প্যারাগুয়ে।
৫.কোন দেশের জাতীয় পতাকায় বজ্র ড্রাগন রয়েছে?
=ভুটান।
৬.কোন দেশের পতাকায় ঈগল রয়েছে?
=জাম্বিয়া।
৭.কোন দেশের জাতীয় পতাকায় মসজিদ রয়েছে?
=আফগানিস্তান।
৮.কোন দেশের জাতীয় পতাকায় ইহুদীর প্রতীক ক্রিস্টাল রয়েছে?
=ইসরাইল।
৯.কোন দেশের জাতীয় পতাকায় গাছ রয়েছে?
=লেবানন।
১০.বিশ্বের কোন দেমের পতাকায় শুধু চাদ রয়েছে?
=মালদ্বীপ।
১১.বিশ্বের কোন দেশের পতাকায় চাদ এবং সূর্য রয়েছে?
=নেপাল।
১২.বিশ্বের কোন সংস্থার পতাকায় জলপাই গাছের পাতা রয়েছে?
=জাতিসংঘ ও আরব লীগ।
১৩.ম্যাপল পাতা রয়েছে কোন দেশের পতাকায়?
=কানাডা।
১৪.জলপাই গাছের পাতা রয়েছে কোন দেশের পতাকায়?
=সাইপ্রাস ও ইরিত্রিয়া।
১৫.বিশ্বের কোন সংস্থার পতাকায় ৫৩টি তারকা রয়েছে?
=আফ্রিকান ইউনিয়ন।
১৬.বিশ্বের কোন সংস্থার পতাকায় চাদ রয়েছে?
=আরবলীগ ও ওআইসি।
১৭.বিশ্বের কোন সংস্থার তিনটি পতাকা রয়েছে?
=রেডক্রস ও রেডক্রিসেন্ট
১৮.কোন দেশের জাতীয় পতাকায় আল্লাহু আকবার রয়েছে?
=ইরাক ও ইরান।
১৯.বিশ্বের কোন দেশের পতাকায় পবিত্র কালেমা রয়েছে?
=সৌদি আরব ও ইরান।
২০.মুসলিম দেশ নয় তবে পতাকায় চাদ তারা আছে?
=সিঙ্গাপুর।
২১.কোন সংস্থার প্রতীকে পবিত্র কাবা শরীফ রয়েছে?
=ওআইসি।
২২.অলিম্পিক পতাকায় কয়টি রঙ থাকে?
=৫টি।
২৩.বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের জাতীয় পতাকার?
=জাপান ও পালাউ।
২৪.মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কয়টি রেখা আছে?
=১৩টি।
২৫.অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী কে?
=ব্যারন পিয়েরে দ্য কুবার্তা।
=ডেনমার্ক।
২.ডেনমার্কের জাতীয় পতাকা গৃহীত হয় কবে?
=১৫ জুন ১২১৯।
৩.বিশ্বের কোন দেশের জাতীয় পতাকা বর্গাকৃতির?
=সুইজারল্যান্ড ও ভ্যাটিকান সিটির।
৪.বিশ্বের কোন দেশের জাতীয় পতাকায় দেশের নাম রয়েছে?
=এল সালভেদর, নিকারাগুয়া ও প্যারাগুয়ে।
৫.কোন দেশের জাতীয় পতাকায় বজ্র ড্রাগন রয়েছে?
=ভুটান।
৬.কোন দেশের পতাকায় ঈগল রয়েছে?
=জাম্বিয়া।
৭.কোন দেশের জাতীয় পতাকায় মসজিদ রয়েছে?
=আফগানিস্তান।
৮.কোন দেশের জাতীয় পতাকায় ইহুদীর প্রতীক ক্রিস্টাল রয়েছে?
=ইসরাইল।
৯.কোন দেশের জাতীয় পতাকায় গাছ রয়েছে?
=লেবানন।
১০.বিশ্বের কোন দেমের পতাকায় শুধু চাদ রয়েছে?
=মালদ্বীপ।
১১.বিশ্বের কোন দেশের পতাকায় চাদ এবং সূর্য রয়েছে?
=নেপাল।
১২.বিশ্বের কোন সংস্থার পতাকায় জলপাই গাছের পাতা রয়েছে?
=জাতিসংঘ ও আরব লীগ।
১৩.ম্যাপল পাতা রয়েছে কোন দেশের পতাকায়?
=কানাডা।
১৪.জলপাই গাছের পাতা রয়েছে কোন দেশের পতাকায়?
=সাইপ্রাস ও ইরিত্রিয়া।
১৫.বিশ্বের কোন সংস্থার পতাকায় ৫৩টি তারকা রয়েছে?
=আফ্রিকান ইউনিয়ন।
১৬.বিশ্বের কোন সংস্থার পতাকায় চাদ রয়েছে?
=আরবলীগ ও ওআইসি।
১৭.বিশ্বের কোন সংস্থার তিনটি পতাকা রয়েছে?
=রেডক্রস ও রেডক্রিসেন্ট
১৮.কোন দেশের জাতীয় পতাকায় আল্লাহু আকবার রয়েছে?
=ইরাক ও ইরান।
১৯.বিশ্বের কোন দেশের পতাকায় পবিত্র কালেমা রয়েছে?
=সৌদি আরব ও ইরান।
২০.মুসলিম দেশ নয় তবে পতাকায় চাদ তারা আছে?
=সিঙ্গাপুর।
২১.কোন সংস্থার প্রতীকে পবিত্র কাবা শরীফ রয়েছে?
=ওআইসি।
২২.অলিম্পিক পতাকায় কয়টি রঙ থাকে?
=৫টি।
২৩.বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে কোন দেশের জাতীয় পতাকার?
=জাপান ও পালাউ।
২৪.মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় কয়টি রেখা আছে?
=১৩টি।
২৫.অলিম্পিক পতাকার পরিকল্পনাকারী কে?
=ব্যারন পিয়েরে দ্য কুবার্তা।