Let's Discuss!

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4020
১.বিশ্বের দীর্ঘতম নদী কোনটি?
=নীলনদ।
২.নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
=১১টি।
৩.বিশ্বের কোন নদী বিষুব রেখাকে দুবার অতিক্রম করেছে?
=নীলনদ।
৪.আন্তর্জাতিক নদী বলা হয় কোন নদীকে?
=দানিয়ুব নদীকে।
৫.দানিয়ুব নদী কতটি দেশকে অতিক্রম করেছে?
=১০টি।
৬.দানিয়ুব নদীর দৈর্ঘ্য কত?
=২৮৪২ কিমি।
৭.বিশ্বের বৃহত্তম নদী কোনটি?
=আমাজান।
৮.বিশ্বের ক্ষুদ্রতম নদী কোনটি?
=ডি রিভার।
৯.দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী কোনটি?
=আমাজান।
১০.বিশ্বের গভীরতম নদীর নাম কি?
=কঙ্গো।
১১.এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?
=ইয়াংসিকিয়াং।
১২.উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি?
=ম্যাকেঞ্জি।
১৩.ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?
=ভলগা।
১৪.আফ্রিকার দীর্ঘতম নদীর নাম কি?
=নীলনদ।
১৫.কোন নদী দিয়ে সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয়?
=আমাজান নদী।
১৬.আমাজান নদীর কয়টি উপনদী আছে?
=২০টি।
১৭.অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নদীর নাম কি?
=মারে ডার্লিং।
১৮.মিসিসিপি নদী কোন দেশে অবস্থিত?
=যুক্তরাষ্ট্রে।
১৯.সিন্ধু নদ কোথায় অবস্থিত?
=পাকিস্তানে।
২০.টেমস নদীর দৈর্ঘ্য কত?
=৫৪৪ কিমি।
২১.মেকং নদী কোথায় অবস্থিত?
=ইন্দোচীন।
২২.হুগলী ও ভাগীরথী কোন নদীর শাখা নদী?
=গঙ্গা।
২৩.ইউফ্রেটিস নদীর উৎপত্তি কোন দেশে?
=তুরস্ক।
২৪.নদীর পানি প্রবাহের পরিমাপের এককে কি বলে?
=কিউসেক।
২৫.পৃথিবীর কোন নদীতে মাছ হয় না?
=জর্ডান।
২৬.চীনের দু:খ নামে পরিচিত?
=হোয়াংহো নদী।
২৭.কোন নদীটি সরাসরি আরব সাগরে পতিত হয়েছে?
=সিন্ধু।
২৮.লা-প্লাটা নদীর মোহনায় অবস্থিত কোন শহর?
=মন্টিভিডিও।
২৯.পশ্চিম তীর কোন নদীর তীরে অবস্থিত?
=জর্ডান।
৩০.টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর পূর্ব নাম কি?
=দজলা ও ফোরাত।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  204 Views
  by Rabeyaakther16
  0 Replies 
  36 Views
  by sakib
  0 Replies 
  315 Views
  by Jitsaha7060
  0 Replies 
  227 Views
  by kausar
  0 Replies 
  173 Views
  by kausar

  কাতারে ন্যূনতম মাসিক মজুরি ২৩,০০০ টাকা আইন পরিবর্[…]

  কাফালা প্রথা বাতিল সৌদি আরবে ৭০ বছর ধরে বিদেশি শ্[…]

  ঢাকা-জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন বাংলাদেশের স্বাধী[…]

  স্বাধীনতা সড়ক চালু ১৭ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের প্র[…]