Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#4018
১.মহাসাগর, সাগর, উপসাগর, হ্রদ প্রভৃতি নিয়ে কি গঠিত?
=বারিমন্ডল।
২.উন্মুক্ত বিস্তীর্ণ পানিরাশিকে কি বলে?
=মহাসাগর।
৩.পৃথিবীতে মহাসাগর কয়টি?
=৫টি।
৪.আয়তনে বিশ্বের বৃহত্তম ও গভীরতম মহাসাগরের নাম কি?
=প্রশান্ত মহাসাগর।
৫.আয়তনে সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?
=আর্কটিক মহাসাগর।
৬.কে প্রশান্ত মহাসাগরের নাম দেন প্যাসিফিক?
=পর্তুগিজ অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাজেলান।
৭.প্যাসিফিক শব্দের অর্থ কি?
=শান্ত।
৮.ভূ-মধ্যসাগরের গভীরতম স্থানের নাম কি?
=মাতাপ্যান।
৯.উত্তর মহাসাগরের আরেক নাম কি?
=সুমেরু মহাসাগর।
১০.দক্ষিণ মহাসাগরের অন্য নাম কি?
=কুমেরু মহাসাগর।
১১.পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত?
=প্রশান্ত মহাসাগর।
১২.টাইটানিক জাহাজ নিমজ্জিত হয়েছিল কোন মহাসাগরে?
=আটলান্টিক মহাসাগরে।
১৩.সর্বপ্রথম আটলান্টিক পাড়ি দেন কে?
=Benoit Lecomte, ফ্রান্স।
১৪.আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া প্রথম নারী কে?
=জেনিফার ফিগে, যুক্তরাষ্ট্র।
১৫.পৃথিবীর গভীরতম স্থানের নাম কি?
=মারিয়ানা ট্রেঞ্চ।
১৬.ত্রিভুজের মতো আকৃতি কোন মহাসাগরটির?
=প্রশান্ত মহাসাগর।
১৭.ল্যাব্রাডর স্রোতের উৎপত্তি কোথায়?
=উত্তর মহাসাগর।
১৮.শীতল স্রোত নামে পরিচিত?
=গিনি স্রোত।
১৯.দক্ষিণ প্রশান্ত সাগরের সব দ্বীপপুঞ্জ কি নামে পরিচিত?
=ওশেনিয়া।
২০.আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোন দেশটি অবস্থিত?
=যুক্তরাষ্ট্র।
২১.কোন খালটি আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে?
=পানামা খাল
২২.সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে?
=নাইট্রোজেন।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]