Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3963
১.বিশ্বের প্রথম অভ্যন্তরীণ শান্তিরক্ষায় কে পুলিশ বাহিনী গঠন করেন?
-রোম সম্রাট সিজার অগাস্টাস।
২.ইংল্যান্ডে পোশাকধারী পুলিশ ব্যবস্থা চালু হয় কবে?
-১৮২৯ সালে।
৩.উপমহাদেশে পুলিশ অফিসারদের সরাসরি ইম্পেরিয়াল সার্ভিসে নিয়োগ শুরু হয় কবে থেকে?
-১৯২১ সাল থেকে।
৪.উপমহাদেশে কবে থেকে পুলিশ সার্ভিস চালু হয়?
-১৮৬১ সালে।
৫.উপমহাদেশে পুলিশ সার্ভিস প্রথম চালু হয় কার আমলে?
-ভাইসরয় লর্ড ক্যানিং।
৬.উপমহাদেশে কবে ফৌজদারি প্রবর্তিত হয়?
-১৮৯৮ সালে।
৭.নিয়মিত পুলিশ বাহিনী গঠনের বিল ব্রিটিশ গভর্নর ইন কাউন্সিলে পাস হয় কবে?
-৭ ডিসেম্বর ১৭৭২।
৮.অবিভক্ত বাংলায় কখন পুলিশ কমিশন গঠন করা হয়?
-১৮৬০ সালে।
৯.ভারতীয় পুলিশ বাহিনীর আধুনিকায়নে দ্বিতীয় কমিটি গঠিত হয় কখন?
-১৮৯০ সালে লে. গভর্নর স্যার স্টয়ার্ট বেইলির সময়।
১০.উপমহাদেশে কবে প্রথম ফৌজদারি ও দেওয়ানি আদালত স্থাপিত হয়?
-১৭৭২ সালে।
১১.কবে, কোথায় সর্বপ্রথম পুলিশের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়?
-১৯১৪ সালে, মোনাকাতে।
১২.ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ এর প্রতিষ্ঠা কবে?
-১৮৯৩ সালে, শিকাগো।
১৩.ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা লাভ করে?
-১ জানুয়ারি ১৯৫০ সালে।
১৪.IPA এর সদর দপ্তর কোথায়?
-নটিংহ্যাম, ইংল্যান্ড।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]