Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3956
১.র‌্যাডক্লিফ লাইন সীমারেখা কোন দুটি দেশের মধ্যে নিরূপিত?
-ভারত-পাকিস্তান।
২.র‌্যাডক্লিফ লাইন কে নিরূপণ করেন?
-স্যার সাইরিন র‌্যাডক্লিফ।
৩.র‌্যাডক্লিফ লাইন সীমারেখা কত সালে নিরূপিত হয়?
-১৯৪৭ সালে।
৪.সিগফ্রিড লাইন কোন দেশের সীমান্তে নিরূপিত হয়েছে?
-ফ্রান্স-জার্মানি সীমান্তে।
৫.ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্তে নিরূপিত হয়েছে?
-ভারত-চীন।
৬.ম্যাকমোহন লাইন কে চিহ্নিত করেন?
-স্যার ম্যাকমোহন।
৭.ডুরান্ড লাইন সীমারেখা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত?
-পাকিস্তান-আফগানিস্তান।
৮.ডুরান্ট লাইন সীমারেখা চিহ্নিত করেন কে?
-স্যার মোরর্টিমার ডুরান্ট।
৯.৩৬ তম উত্তর অক্ষরেখা কোনটি?
-ইরাকের উত্তরে নো ফ্লাই জোন।
১০.৩২ তম উত্তর অক্ষরেখা কোনটি?
-ইরাকের দক্ষিণে নো ফ্লাই জোন।
১১.৪৯ তম উত্তর অক্ষরেখা কোন দুটি দেশের সীমানা নির্ধারণ করেছে?
-যুক্তরাষ্ট্র-কানাডা।
১২.৩৮তম উত্তর অক্ষরেখা কোনটি?
-উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমানা নিরূপণকারী রেখা।
১৩.২৪ তম উত্তর অক্ষরেখা কোন দুটি দেশের মাঝে অবস্থিত?
-ভারত-পাকিস্তান।
১৪.ম্যাজিনো লাইন মূলত কি?
-সুরক্ষিত ইলেক্ট্রনিক বেষ্টনী।
১৫.ম্যাজিনো লাইন কোন দুটি দেশের সুরক্ষিত সীমারেখা?
-জার্মানি-ফ্রান্স।
১৬.ওডেরনিস লাইন সীমারেখা কোন দুটি দেশের সীমানা নির্দেশক লাইন?
-জার্মানি-পোল্যান্ড।
    Similar Topics

    • মেঘ থেকে বৃষ্টি হয়। এই বাক্যের মেঘ থেকে কো[…]

    • হে কব, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়, বসন্ত[…]

     ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থা[…]