Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3944
১.পোলিও টিকার আবিষ্কারক কে?
-জোনাস সাল্ক (যুক্তরাষ্ট্র)।
২.পোলিও টিকার ব্যবহার শুরু হয় কবে?
-২৩ ফেব্রুয়ারী ১৯৫৪।
৩.ডেঙ্গু জীবাণু বাহী মশার নাম কি?
-এডিস মশা।
৪.’বার্ড ফ্ল’ কি?
-পাখির এক ধরনের ইনফ্লয়েঞ্জা।
৫.’ব্লার্ড ফ্ল’ তে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে?
-H5N1 ।
৬.বিশ্বে প্রথম ব্লার্ড ফ্ল এর অস্তিত্ব পাওয়া যায় কোথায়?
-হংকং (১৯৯৭ সালে)
৭.সার্স কি?
-এক ধরনের নিউমোনিয়া রোগ।
৮.সার্স রোগে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে?
-করোনা।
৯.সোয়াইন ফ্ল এর প্রথম অস্তিত্ব পাওয়া যায় কবে?
-১৯৭৬ সালে।
১০.এশিয়ান ফ্ল এর ভাইরাসের নাম কি?
-H2N2 ।
১১.এশিয়ান ফ্ল এর অস্তিত্ব পাওয়া যায় কবে?
- ১৯৫৭ সালে, চীনে।
১২.হংকং ফ্ল ভাইরাসের নাম কি?
-H3N2 ।
১৩.হংকং ফ্ল এর প্রথম অস্তিত্ব পাওয়া যায় কখন?
-১৯৬৮ সালে।
১৪.বাংলাদেশের প্রথম সোয়াইন ফ্ল রোগীর শনাক্ত করা হয় কবে?
-১৮ জুন ২০০৯ সালে।
১৫.সোয়াইন ফ্ল ভাইরাসের উৎপত্তিস্থল কোথায়?
-মেক্সিকোর ভেরাক্রজ রাজ্যের লা গ্লোরিয়া।

আর্সেনিক
১.আর্সেনিকের বর্ন কেমন?
-ঈষৎ নীলাভ ধূসর।
২.আর্সেনিকের দুটি বিষাক্ত যৌগ কি কি?
-আর্সেনাইট ও আর্সেনেট।
৩.বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত পানিকে সর্বোচ্চ মাত্রার সহনীয় আর্সেনিকের মাত্রা কত?
-০.০১ মিলিগ্রাম/লিটার।
৪.আর্সেনিকের প্রতীক কি?
-As।
৫.আর্সেনিকের পারমানবিক সংখ্যা কত?
-৩৩।
৬.সর্বপ্রথম কবে, কে মৌল আর্সেনিক আবিষ্কার করেন?
-১২৫০ সালে, জার্মানির আলবার্টস ম্যাগনাম।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    65 Views
    by bdchakriDesk
    0 Replies 
    38 Views
    by bdchakriDesk
    0 Replies 
    31 Views
    by bdchakriDesk
    0 Replies 
    23 Views
    by bdchakriDesk

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]