Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3909
আজ ২৪ অক্টোবর,জাতিসংঘের ৭৫তম দিবস। ১৯৪৫ সালের আজকের এই দিনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য সংস্থাটির আত্মপ্রকাশ ঘটে......
-বর্তমানে ৯ম মহাসচিব পর্তুগালের অ্যান্টোনিও গুতারেস(১ জানু ২০১৭-বর্তমান)
-বর্তমান স্বাধীন সদস্য রাষ্ট্র ১৯৩টি। পর্যবেক্ষক রাষ্ট্র ২টি।
-দাপ্তরিক ভাষা ৬টি। ভাষাগুলোর মধ্যে
→ইংরেজি ৫২টি সদস্য দেশের সরকারি ভাষা।
→ফরাসি হলো ২৯টি দেশের,
→আরবি ২৪টি দেশের,
→স্পেনীয় ২০টি দেশের,
→রুশ ৪টি দেশের, এবং
→চীনা ভাষা ২টি দেশের সরকারি ভাষা।
-১ম মহাসচিব ছিলেন ট্রাইগভেলী(নরওয়ের)
-১৯৭১ সালে ছিলেন মিয়ানমারের উ থান্ট(৩য় মহাসচিব)
-প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র ছিল ৫১টি
-সদরদপ্তর নিউয়র্ক(যুক্তরাষ্ট্রে)
-ভেটো অর্থ আমি ইহা মানি না। ভেটো দিতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শীর্ষ ৫টি দেশ... যুক্তরাষ্ট্র→ফ্রান্স→যুক্তরাজ্য→রাশিয়া ও →চীন
-বিতর্ক সভা বলা হয় সাধারণ পরিষদ। সকল সদস্য রাষ্ট্রই এর সদস্য
-জাতিসংঘ আদালত নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত(বিচারক ১৫ জন,মেয়াদ ৯ বছর)
-জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত জাপানেরর টোকিও তে।
-সর্বশেষ সদস্য রাষ্ট্র হলো দক্ষিণ সুদান (২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম)
-জাতিসংঘ ভবনটি ইস্ট নদীর তীরে ১৬ একর জমির উপর তৈরি। জমি দেন জন ডি রকফেলার জুনিয়র।
-সদর দপ্তরের স্থপতি ডব্লিউ হ্যারিসন
-জাতিসংঘ নামকরণ(১জানু,১৯৪২) ও উদ্যোগক্তা মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
-জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয়
জেনেভা,সুইজারল্যান্ড।
-নিরাপত্তা পরিষদের সদস্য ১৫টি(৫টি স্থায়ী ১০ অস্থায়ী
-বাংলাদেশ সদস্য হয় ২৯তম অধিবেশনের ১৩৬তম দেশ হিসেবে
-বাংলাদেশ জাতিসংঘে চাঁদা দেয় নিজস্ব বাজেটের ০.০১% অংশ।
-৭ মার্চের ভাষণকে Memory of the world Register এ অন্তভুক্ত করা হয় ৩০ অক্টোবর ২০১৭ সালে।
-অন্তর্ভুক্ত করেন UNESCO'র মহাপরিচালক ইরিনা বোকোভা
-৭ মার্চের ভাষণটি ছিল ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত ৪২৭টি প্রামাণ্য ঐতিহ্যের মধ্যে প্রথম অলিখিত ভাষণ।

সংগৃহতি:-
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]