Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3869
রোমান সভ্যতা
প্রাচীনকালের অধিকাংশ সভ্যতা নদীমাতৃক হলেও রোমান সভ্যতা নদীমাতৃক ছিল না। ইতালির ছোট্ট শহর রোমকে কেন্দ্র করে রোমান সভ্যতার বিকাশ ঘটেছিল। লাতিন রাজা রোমিউলাস একটি নগরীর পত্তন করেন। রাজার নামেই নগরীর নাম হয় রোম।
রোমের সবচেয়ে খ্যাতিমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার। তার বিখ্যাত উক্তি – এলাম, দেখলাম, জয় করলাম। মিশরের রাজকন্যা ক্লিওপেট্রাকে ইতিহাসে Serpent of the Nile বলা হয়।
ভার্জিলের মহাকাব্য ‘ইনিড’ বহু ভাষায় অনূদিত হয়েছে। খ্যাতিমান এই কবি রোমে জন্ম নিয়েছিলেন।
কলোসিয়াম নামে রোমে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় নাট্যশালা তৈরি হয়েছিল। এক সাথে ৫৬০০ দর্শক বসতে পারত।

অ্যাজটেক সভ্যতা
অ্যাজটেক জাতি প্রথমে বসতি গড়েছিল মেক্সিকো উপত্যকায় উত্তরে অবস্থিত ‘আজলান’ অঞ্চলে। পরবর্তীতে তারা তেরো শতকের শুরুতে বসতি স্থাপন করে মেক্সিকো উপত্যকায়। ১৫১৯ সালে স্প্যানিশ সেনাপতি হার্নান কোর্তেজের আক্রমণে অ্যাজটেক সভ্যতায় চূড়ান্ত পতন ঘটে। অ্যাজটেকরা মেক্সিকোর স্থানীয় অধিবাসীদের সাথে মিলে তেনোচতিৎলান নামের একটি নগর গড়ে তুলেছিল।

আদি মানব
জাভা মানব: ১৮৯১ সালে ইন্দোনেশিয়ার অন্তর্গত পূর্ব জাভার সোলো নদীর তীরে প্রাগৈতিহাসিক মানুষের মাথার খুলি অবস্থিত। এই আদি মানবের নাম দেওয়া হয় জাভা মানব।
হেইডেলবার্গ মানব: জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক প্রাগৈতিহাসিক মানুষের নিচের চোয়ালের হাড় আবিষ্কার করেন এবং নামকরণ করেন হেইডেলবার্গ মানব।
পিকিং মানব: পিকিংয়ের কাছে পাওয়া যায় প্রাগৈতিহাসিক মানুষের মাথার খুলি। এ আদি মানুষের নাম দেওয়া হয় পিকিং মানব।
লুসি: ইথিওপিয়ায় আবিষ্কৃত কংকালটির নামকরণ করা হয় লুসি।
    Similar Topics

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]