Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3811
বিভিন্ন ক্ষেত্রে নোবেলজয়ী প্রথম নারী
ক্ষেত্র – সাল – নোবেলজয়ীর নাম – দেশ – তথ্য
পদার্থ – ১৯০৩ – মেরি কুরি – পোল্যান্ড – নোবেলজয়ী প্রথম নারী
রসায়ন – ১৯১১ – মেরি কুরি – পোল্যান্ড – নোবেলজয়ী প্রথম নারী
শান্তি – ১৯০৫ – বার্থাভন সুকনার – অস্ট্রিয়া, হাঙ্গেরি – শান্তিতে নোবেলজয়ী প্রথম নারী
সাহিত্য – সেলমা লাগারলফ – সুইডেন – সাহিত্যে নোবেলজয়ী প্রথম নারী
অর্থনীতি – ২০০৯ – ইলিনর অস্ট্রম – ইউএসএ – অর্থনীতিতে নোবেলজয়ী প্রথম নারী
সাহিত্যে এ পর্যন্ত নোবেলজয়ী নারীর সংখ্যা -১৩।
এ পর্যন্ত অর্থনীতিতে নোবেল পুরস্কার পান – ১ জন নারী।

নোবেলজয়ী মুসলিম মনীষী
ক্ষেত্র – সাল – নোবেলজয়ীদের নাম – দেশ – তথ্য
শান্তি – ১৯৭৮ – আনোয়ার সাদাত – মিশর – প্রথম মুসলিম নোবেল বিজয়ী
পদার্থ – ১৯৭৯ – আবদুস সালাম – পাকিস্তান –
সাহিত্য – ১৯৮৮ – নাগিব মাহফুজ – মিশর – সাহিত্যে নোবেলজয়ী প্রথম আরব সাহিত্যিক। উপন্যাসের জন্য তিনি সমধিক পরিচিত।
শান্তি – ২০০৩ – শিরিন এবাদি – ইরান – শান্তিতে নোবেলজয়ী প্রথম মুসলিম নারী।
সাহিত্য – ২০০৬ – ওরহান পামুক – তুরস্ক – বিখ্যাত গ্রন্থ The White Castle.
শান্তি – ২০১১ – তাওয়াক্কল কারমান – ইয়েমেন
শান্তি – ২০১৫ – মালালা ইউসুফজাই – পাকিস্তান – সর্বকণিষ্ঠ নোবেলজয়ী ।

মরনোত্তর নোবেল পুরস্কার বিজয়ী
নোবেল বিজয়ীর নাম – ক্ষেত্র – দেশ
এরিক কে কার্লফেল্ট – সাহিত্য – সুইডেন
দ্যাগ হ্যামারশোল্ড – শান্তি – সুইডেন
রালফ স্টেইনম্যান (২০১১) – চিকিৎসা – কানাডা

একাধিকবার নোবেলজয়ী
নোবেলজয়ীর নাম – পুরস্কার জয়ের বর্ষ (বিষয়)
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি – ১৯১৭, ১৯৪৪, ১৯৬৩ (শান্তি)
জাতিসংঘ শরনার্থী বিষয়ক হাইকমিশনার – ১৯৫৪, ১৯৮১ (শান্তি)
মেরি কুরি – ১৯০৩, (পদার্থ), ১৯১১ (রসায়ন)
লিনাস পাউলিং – ১৯৫৪ (রসায়ন), ১৯৬২ (শান্তি)

নোবেল পুরস্কার প্রত্যাখান
এ পর্যন্ত দুইজন নোবেলজয়ী স্বেচ্ছায় নোবেল পুরস্কার প্রত্যাখান করেন। তার হলেন –
১.জঁ পল সার্ত্র – ১৯৬৪ (সাহিত্য)
২.লি ডাক থো – ১৯৭৩ (শান্তি)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tamim
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    140 Views
    by mousumi
    0 Replies 
    693 Views
    by kajol
    0 Replies 
    656 Views
    by raihan

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]