- Fri Oct 16, 2020 12:10 pm#3792
নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ১৮৩৩ সালে সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। তিনি ডিনামাইট আবিষ্কার করে বিশাল সম্পত্তির মালিক হয়ে যান। মৃত্যুর বছরখানেক আগে তিনি তার সম্পত্তির ৯৪ শতাংশ উইল করে যান। উইল মোতাবেক ১৯০১ সালে প্রবর্তিত হয় নোবেল পুরস্কার। ১৯০১ সাল থেকে পাঁচটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হতো। বর্তমানে মোট ছয়টি বিষয়ে পুরস্কার প্রদান করা হয়। বিষয়গুলো হলো –
১.পদার্থবিজ্ঞান
২.সাহিত্য
৩.শান্তি
৪.রসায়ন
৫.চিকিৎসাবিজ্ঞান
৬.অর্থনীতি
অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোয় ১৯০১ সাল থেকে পুরস্কার প্রদান করা হয়। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতেও এ পুরস্কার প্রবর্তন করা হয়।
নোবেল পুরস্কার ঘোষণা
পুরস্কারের বিষয় – ঘোষনাকারী প্রতিষ্ঠান
চিকিৎসাবিজ্ঞান – ক্যারোলিনিস্কা ইনস্টিটিউট
পদার্থবিদ্যা – রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস
রসায়ন – রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস
সাহিত্য - সুইডিশ একাডেমি
শান্তি – নরওয়েজিয়ান নোবেল কমিটি
অর্থনীতি – রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
প্রথম নোবেল পুরস্কার বিজয়ী
ক্ষেত্র – সাল – নোবেলজয়ীদের নাম – দেশ
পদার্থ – ১৯০১ – উইলহেম রন্টজেন – জার্মানি
সাহিত্য – ১৯০১ – সুলি প্রধোম – ফ্রান্স
শান্তি – ১৯০১ – হেনরি ডুনান্ট এবং ফ্রেডারিক পার্সি
অর্থনীতি – ১৯৬৯ – রাগনার ফ্রেস এবং জ্যান টিম্বারজেন – নরওয়ে ও নেদরল্যান্ডস
উপমহাদেশের নোবেলজয়ী ব্যক্তিত্ব
ক্ষেত্র – সাল – নোবেলজয়ীদের নাম – দেশ – তথ্য
সাহিত্য – ১৯১৩ – রবীন্দ্রনাথ ঠাকুর – ভারত – নোবেলজয়ী প্রথম এশীয়। সাহিত্যে নোবেলজয়অ প্রথম অ-ইউরোপীয়।
পদার্থ – ১৯৩০ – সিভি রমন – ভারত – নোবেলজয়ী দ্বিতীয় এশীয়। উপমহাদেশের নোবেলজয়ী প্রথম বিজ্ঞানী।
চিকিৎসা – ১৯৬৮ – এইচজি খোয়ানা – ভারত – জেনেটিক কোড আবিষ্কার করেন।
পদার্থ - ১৯৭৯ – আবদুস সালাম – পাকিস্তান
শান্তি – ১৯৭৯ – মাদার তেরেসা – ভারত – নোবেলজয়ী প্রথম এশীয় নারী।
পদার্থ – ১৯৮৩ - চন্দ্র শেখর – ভারত
শান্তি – ২০০৬ – মুহাম্মদ ইউনুস
শান্তি – ২০১৪ – কৈলাস সত্যার্থী – ভারত
নোবেল জয়ী বাঙালি মনীষি ৩ জন – রবীন্দ্রনাথ ঠাকুর, অর্মত্য সেন ও ড. মুহাম্মদ ইউনুস। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক এবং ড. ইউনুস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
১.পদার্থবিজ্ঞান
২.সাহিত্য
৩.শান্তি
৪.রসায়ন
৫.চিকিৎসাবিজ্ঞান
৬.অর্থনীতি
অর্থনীতি ছাড়া অন্য বিষয়গুলোয় ১৯০১ সাল থেকে পুরস্কার প্রদান করা হয়। ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতেও এ পুরস্কার প্রবর্তন করা হয়।
নোবেল পুরস্কার ঘোষণা
পুরস্কারের বিষয় – ঘোষনাকারী প্রতিষ্ঠান
চিকিৎসাবিজ্ঞান – ক্যারোলিনিস্কা ইনস্টিটিউট
পদার্থবিদ্যা – রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস
রসায়ন – রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস
সাহিত্য - সুইডিশ একাডেমি
শান্তি – নরওয়েজিয়ান নোবেল কমিটি
অর্থনীতি – রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
প্রথম নোবেল পুরস্কার বিজয়ী
ক্ষেত্র – সাল – নোবেলজয়ীদের নাম – দেশ
পদার্থ – ১৯০১ – উইলহেম রন্টজেন – জার্মানি
সাহিত্য – ১৯০১ – সুলি প্রধোম – ফ্রান্স
শান্তি – ১৯০১ – হেনরি ডুনান্ট এবং ফ্রেডারিক পার্সি
অর্থনীতি – ১৯৬৯ – রাগনার ফ্রেস এবং জ্যান টিম্বারজেন – নরওয়ে ও নেদরল্যান্ডস
উপমহাদেশের নোবেলজয়ী ব্যক্তিত্ব
ক্ষেত্র – সাল – নোবেলজয়ীদের নাম – দেশ – তথ্য
সাহিত্য – ১৯১৩ – রবীন্দ্রনাথ ঠাকুর – ভারত – নোবেলজয়ী প্রথম এশীয়। সাহিত্যে নোবেলজয়অ প্রথম অ-ইউরোপীয়।
পদার্থ – ১৯৩০ – সিভি রমন – ভারত – নোবেলজয়ী দ্বিতীয় এশীয়। উপমহাদেশের নোবেলজয়ী প্রথম বিজ্ঞানী।
চিকিৎসা – ১৯৬৮ – এইচজি খোয়ানা – ভারত – জেনেটিক কোড আবিষ্কার করেন।
পদার্থ - ১৯৭৯ – আবদুস সালাম – পাকিস্তান
শান্তি – ১৯৭৯ – মাদার তেরেসা – ভারত – নোবেলজয়ী প্রথম এশীয় নারী।
পদার্থ – ১৯৮৩ - চন্দ্র শেখর – ভারত
শান্তি – ২০০৬ – মুহাম্মদ ইউনুস
শান্তি – ২০১৪ – কৈলাস সত্যার্থী – ভারত
নোবেল জয়ী বাঙালি মনীষি ৩ জন – রবীন্দ্রনাথ ঠাকুর, অর্মত্য সেন ও ড. মুহাম্মদ ইউনুস। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক এবং ড. ইউনুস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।