Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3729
সৈন্যসংখ্যায় বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর দেশ চীন।
বিশ্বের বৃহত্তম সামরিক বাজেটের দেশ যুক্তরাষ্ট্র।
মালদ্বীপের সেনাবাহিনীর নাম MNDF প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে।
মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোস্টারিকার স্থায়ী সেনাবাহিনী নেই।
১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমানবিক দুর্ঘটনা ঘটে।
২০০০ সালে ব্যারেন্ট সাগরে রাশিয়ার পারমানবিক সাবমেরিন ‘কুরস্ক’ নিমজ্জিত হয়।
২০১১ সালের ১১ মার্চ জাপানে স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্প এবং সুনামি সংঘটিত হলে ১২ মার্চ ২০১১ জাপানের ফুকুশিমা পারমানবিক কেন্দ্রে বিস্ফোরণ ঘটে।
সবচেয়ে বেশি পারমানবিক অস্ত্রের মজুত আছে রাশিয়ার।
সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি আছে যুক্তরাষ্ট্রের ।
১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকোর মরুভূমিতে বিশ্বের সর্বপ্রথম দেশ হিসেবে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়, যা ট্রিনিটি টেস্ট নামে পরিচিত।
রাডারের নজর নজর এড়াতে সক্ষম মার্কিন জঙ্গি বিমানের নাম স্টিলথ।
সি-৩০ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহণ বিমাণ।
বি-৫২ যুক্তরাষ্ট্রের বোমারু বিমান।
মিগ-২১ মিগ-২৯ রাশিয়ার যুদ্ধ বিমান।
যুক্তরাষ্ট্রের পট্রিয়ট ক্ষেপণাস্ত্রটি ব্যবহৃত হয় আক্রমণকারী ক্ষেপনাস্ত্র ধ্বংস করার লক্ষ্যে ।
মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানের নাম এয়ার ফোর্স ওয়ান।
নাপাম এক ধরনের রাসায়নিক বোমা, যার বিস্ফোরণে মানুষ মরে কিন্তু দালান ও স্থাবর সম্পত্তির কিছুই হয় না।
ড্রোন হচ্ছে চালকবিহীন বোমারু বিমান।
আমেরিকার মূল ভূখন্ডের বাইরে সবচেয়ে বড় নেভাল ফোর্স সপ্তম নৌবহর, এর ঘাটি প্রশান্ত মহাসাগরে জাপানে ইয়াকোসোকায়।

ইন্টারনেট
বিশ্বের সর্বাধিক ইন্টারনেট ব্যবহারকারী দেশ চীন।
বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় ১৯৬৯ সালে।
বাংলাদেশে ইন্টারনেট চালু হয় ১৯৯৬ সালে।
ইন্টারনেটের জনক ভিন্টন জি কার্ফ।
ই-মেইল এর জনক রে টম লিনসন।
সার্চ ইঞ্জিনের জনক এলান এমটাজ।
    InterServer Web Hosting and VPS

    বেপজা পাবলিক স্কুল ও কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ[…]

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি […]

    বিডিচাকরি তে একজন কনটেন্ট ম্যানেজার আবশ্যক […]

    Career Opportunity Wealth Champ Internati[…]