Get on Google Play

আর্ন্তজাতিক বিষয়ক সাধারণ জ্ঞান
#3728
ফিলিস্তিন
ফিলিস্তিনের রাষ্ট্রীয় নাম স্টেট অব ফিলিস্তিন।
PLO-গঠিত হয় ১৯৬৪ সালে।
PLO-র সদরদপ্তর ফিলিস্তিনের রামাল্লায়। সদর দপ্তরের নাম ওরিয়েন্ট হাউজ।
১৯৬৫ সালের ১ জানুয়ারি ইয়াসির আরাফাতের নেতৃত্ত্বে PLO-র আল ফাতাহ গ্রুপ প্রতিষ্ঠিত হয়। তাই এই দিনটি ফাতাহ দিবস নামে খ্যাত।
১৯৬৯ সালে ইয়াসির আরাফাত PLO-র প্রধান পদে অধিষ্ঠিত হন।
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রীয় ঘোষণা করা হয় ১৯৮৮ সালে।
ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ আলজেরিয়া।
PLO ও ইসরাইল পরস্পরকে স্বীকৃতি দান করে PLO ও ইসরাইল স্বায়ত্ত্ব শাসন চুক্তির মাধ্যমে, যেটি স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালে। এই চুক্তির আরেকটি নাম অসলো চুক্তি।
ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ওয়াইরিভার শান্তি চুক্তি বা ভূমির বিনিময়ে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৮ সালে।
ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার নাম ওয়াফা।
ফিলিস্তিনের হেবরন শহরকে ইউনেস্কো ’শান্তির শহর’ বলে ঘোষণা দিয়েছেন।
ইয়াসির আরাফাত ১১ নভেম্বর ২০০৪ ফ্রানেসর প্যারিসের সামরিক হাসপাতালে মারা যান এবং তাকে রামাল্লায় PLO-এর সদর দপ্তর প্রাঙ্গনে কবর দেওয়া হয়।
ফিলিস্তিনের প্রথম প্রধানমন্ত্রী হলেন মাহমুদ আব্বাস। তিনি ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট এবং ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতাহ এর বর্তমান প্রধান।
ফিলিস্তিনের বর্তমান প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ।
ফিলিস্তিন ২০০১ সালে ইউনেস্কো এর ১৯৫ তম সদস্যদেশ হিসেবে সদস্যপদ লাভ করেন।
ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২০১২ সালে।
ইউনেস্কো তে সম্প্রতি ফিলিস্তিনের পতাকা প্রথমবারের মতো উত্তোলন করা হয়। অর্থাৎ ফিলিস্তিনের পতাকা উত্তোলনকারী প্রথম সংস্থা ইউনেস্কো।
২০১৫ সালে ভ্যাটিকান সিটি ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয়।
যিশুখ্রিষ্ট্রের শৈশবের বসবাস স্থানটির নাম ‘নাজারেথ’।

হামাস
ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের উদ্দেশ্য গঠিত দল হামাস। এটি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা ছিলেন শেখ আহমদ ইয়াসিন। হামাসের বর্তমান নেতা ইসমাইল হানিয়া। বর্তমানে হামাস গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করেছে।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    233 Views
    by raju
    0 Replies 
    276 Views
    by raju
    0 Replies 
    286 Views
    by raju
    0 Replies 
    2524 Views
    by tamim
    0 Replies 
    2031 Views
    by raja

    ৪১.নিচের কোনটি ঋণাত্মক প্রভাবক ? ক. S0_3খ. Glyceri[…]

     শখের হাঁড়ি এক ধরনের –ঐতিহ্যবাহী।  ছোট সো[…]